ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনে ধীর গতি
- আপডেট সময় : ০৪:১৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০১৯ ৮২ বার পড়া হয়েছে
টাঙ্গাইল প্রতিনিধি:
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কে ঈদে ঘরমুখো মানুষ ফিরতে শুরু করায় যানবাহনের চাপ বেড়েছে। ফলে এ সড়কে ধীর গতিতে চলছে যানবাহন।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় এই মহাসড়ক দিয়ে সেতু হয়ে ১৯ হাজার ৭৮৭টি যানবাহন চলাচল করেছে। এর মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা ১০ হাজার ২৫৪টি ও উত্তরবঙ্গ থেকে ঢাকা দিকে যায় ৯ হাজার ৫৩৩টি যানবাহন। মহাসড়কে যানজট না থাকলেও ধীর গতিতে চলছে যানবাহন।
শুক্রবার ঈদের প্রথম ছুটি হওয়ায় বৃহস্পতিবার থেকে এ সড়কে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। ফলে মধ্যরাত থেকে যানজটের সৃষ্টি হয় এই মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত। বেলা বাড়ার সাথে সাথে যানজট কমে গিয়ে ধীর গতিতে চলছে যানবাহন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন জানান, সিরাজগঞ্জ থেকে পর্যাপ্ত পরিমান গাড়ি টানতে না পাড়ায় মধ্যরাতে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সাথে সাথে যানজট কমলেও ধীর গতিতে চলছে যানবাহন।