সংবাদ শিরোনাম :
১৬০ কোটি টাকায় আদালতে জামিন!

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০১৯ ১৫৩ বার পড়া হয়েছে

তার নাম আরিফ নাকভি। পাকিস্তানি এই নাগরিক দুবাইয়ে বসে ছয়টি মহাদেশে ব্যবসা করেন। আবরাজ গ্রুপ নামের বেসরকারি মালিকানা স্বত্ব বিষয়ক একটি আর্থিক প্রতিষ্ঠানের মালিক তিনি। সম্প্রতি লন্ডন আদালত থেকে জামিন পেয়েছেন। কিন্তু জামিনের নিরাপত্তা হিসেবে তাকে গুনতে হয়েছে ১৯ মিলিয়ন ডলার বা ১৬০ কোটিরও বেশি টাকা! বার্তা সংস্থা রয়টার্স লন্ডন আদালত সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে পাকিস্তানি ব্যবসায়ী আরিফ নাকভির বিশাল পরিমাণ অর্থ গুণে জামিনের খবর জানিয়েছে।
তিনি এতদিন লন্ডনের ওয়ান্ডসওর্থ কারাগারে ছিলেন। যুক্তরাষ্ট্রে দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে চলতি বছরের এপ্রিলে আরিফ নাকভিকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বিনিয়োগকারীদের বিলসহ নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন।