জয়সুরিয়ার মৃত্যুর গুজব: হতবাক অশ্বিন

- আপডেট সময় : ০৫:০৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯ ৭৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;
সাবেক শ্রীলংকান ওপেনার এবং অধিনায়ক সনাৎ জয়সুরিয়া মারা গেছেন বলে গুজব রটে। সেই গুজব আবার ভারতীয় ক্রিকেটার রবিচন্দন অশ্বিন পান। তিনি হোয়াটসঅ্যাপে খবরটা পেয়েই হতবাক হন। কিন্তু টুইটারে এ নিয়ে কোন তথ্য পাননি। আর তাই জয়সুরিয়ার মৃত্যুর খবর সত্যি কিনা জানতে চেয়ে টুইট করেন।
তার কাছে এক এক ভুয়া খবর আসে। তাতে দূর্ঘটনায় জয়সুরিয়া মারা গেছেন বলে উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, ‘এক ব্যক্তি মোটরবাইকের সঙ্গে দূর্ঘটনায় পড়েন। হাসপাতালে তার লাশ সনাক্ত করতে গিয়ে জানা গেছে, তিনি শ্রীলংকার সাবেক ক্রিকেটার জয়সুরিয়া।’ ওই খবরে আরও বলা হয়, ‘তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরের দিন সকালে তিনি মারা যান।’
ওই খবরে সূত্র হিসেবে ব্যবহার করা হয়েছে কানাডায় অবস্থিত শ্রীলংকার দূতাবাসকে। তাদের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, দূতাবাসের কাছে খবর ছিল যে, জয়সুরিয়া টরেন্ট ভ্রমণে এসেছেন। কিন্তু সেই গুজব ঠান্ডা করার কাজ লংকান বিস্ফোরক ব্যাটসম্যান নিজেই করেছেন। তিনি বলেন, আমি সম্প্রতি কানাডা যায়নি। আর এখন শ্রীলংকায় আছি। সুস্থ আছি। তিনি ভুয়া ওই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার না করারও আহ্বান জানান।