ইতালির মিলানে গোপালগঞ্জ জেলা বাসীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

- আপডেট সময় : ০১:৫৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯ ২২৮ বার পড়া হয়েছে

তুহিন মাহমুদ, ইউরোপ ব্যুরো : হিজরী (২৬ মে ) রবিবার গোপালগঞ্জ জেলা বাসীর উদ্যোগে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রতি বছরের ন্যায় এবারও রোজাদারদের সম্মানে মিলান ছন্দ্রিও জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
ইফতারের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনায় আগত মুসুল্লিদের রামাদ্বানের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, আনিসুর রহমান শিমুল, তুহিন মাহামুদ, জুলহাস উদ্দিন আহমেদ, মাওলানা রবিউল ইসলাম, মুফতি এমরান হোসেন, আশরাফুল ইসলাম, জসিম উদ্দিন, কবির হোসেন, সুমন খান প্রমুখ।
ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত ছিলেন, বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতি, মাদারীপুর জেলা কল্যাণ সমিতি, সিলেট ওয়েলফেয়ার এসোসিয়শন ইতালি, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইতালি সহ বিভিন্ন দেশের মুসল্লিগণ ।
আলোচনা শেষে ইফতার এর পূর্বে মিলান ছন্দ্রিও জামে মসজিদের খতিব বিশ্ব মুসলিম উম্মাহের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।