স্মার্টফোন কিনে না দেওয়ায় প্রেমিকার ৫২টি চড় খেল প্রেমিক! (ভিডিও)

- আপডেট সময় : ১১:২৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯ ১৩৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;
সারা বিশ্বে ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবস হিসেবে পালন করা হয়। তবে চীনের তরুণ তরুণীরা শুধু ১৪ ফেব্রুয়ারি নয়, প্রতি বছরের ‘২০ মে’ও ভালবাসার দিন হিসেবে পালন করে থাকে। প্রতি বছরের মতো এ বছরও চীনে ২০ মে চীনে প্রেমিক-প্রেমিকারা নানা আয়োজনে ভালবাসা দিবসকে আনন্দময় করে তোলে।
তবে সবার ক্ষেত্রে এমন দিন আনন্দময় হয়ে ওঠে না। কারও কারও দিন ভরে ওঠে বিষাদে। তারই জীবন্ত উদাহরণ চীনের এক প্রেমিক। ২০ মে ওই প্রেমিকের কাছে তার প্রেমিকা স্মার্ট ফোন কিনে দেওয়ার আবদার করে। তবে সেই আবদার সে মেটাতে পারেনি। আর সেই জন্য তাকে রাস্তায় ৫২বার চড় মারে তার প্রেমিকা। এই ঘটনার ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়।
এই ঘটনাটি ঘটেছে চীনের ডাজহৌ শহরের রাস্তায়। সেই শহরের সিসিটিভি ফুটেজ ও ওই রাস্তার পথচারীদের মোবাইলে ঘটনাটি ক্যামেরা বন্দি হয়। জানা যায়, ঘটনার পরই পুলিশ ওই যুগলকে থানায় নিয়ে যায়। কিন্তু প্রেমিকার কাছে চড় খাওয়ার পরও প্রেমিকার যাতে কোনও ক্ষতি না হয় সে জন্য পুলিশের কাছে আবেদন করে ওই প্রেমিক।