ছেলের নাম ‘মোদি’ রাখলেন মুসলিম নারী
- আপডেট সময় : ০১:২৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯ ১০৭ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক |
নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর যখন দেশটির মুসলিমরা উদ্বিগ্ন, তখন অন্য রকম দৃষ্টান্ত স্থাপন করলেন উত্তরপ্রদেশের এক মুসলিম নারী।
এনডিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রীর প্রতি ‘মুগ্ধ হয়ে’ নিজের সদ্যোজাত ছেলের নাম ‘নরেন্দ্র দামোদরদাস মোদি’ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ওই মা।
সদ্যোজাতের মা মৈনাজ বেগমকে বোঝাতে ব্যর্থ হয়ে পরসাপুর মহরাউর গ্রামের সেই পরিবার নামটি নথিবদ্ধ করতে একটি হলফনামা জমা দিয়েছে।
জানা গেছে, ২৩ মে ছেলের নাম রাখা নিয়ে আলোচনার সময় মৈনাজ বেগমের মাথায় ওই আইডিয়া আসে। ওই দিনই লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয় এবং নরেন্দ্র মোদি বিপুল ভোটে টানা দ্বিতীয়বারের মতো বিজয়ী হন।
আশপাশের সবাই মৈনাজ বেগমকে মত বদলাতে বললেও, তিনি অনড় থাকেন বলে পিটিআইকে জানান তার শ্বশুর ইদ্রিস।
দুবাইতে কর্মরত মৈনাজের স্বামী মুস্তাক আহমেদকে খবর দেওয়া হলে তিনিও চেষ্টা করেন স্ত্রীর মত বদলাতে। কিন্তু শেষ পর্যন্ত স্ত্রীর ইচ্ছেকে মেনে নেন তিনি।
পরিবারের পক্ষ থেকে জেলা শাসককে উদ্দেশ করে লেখা একটি হলফনামা জমা দেওয়া হয়েছে পঞ্চায়েতের সহ-উন্নয়ন আধিকারিক ঘনশ্যাম পাণ্ডের কাছে। পাণ্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, শুক্রবার ওই হলফনামা পেয়েছেন তিনি।
এই কর্মকর্তা বলেন, আবেদনটি গ্রাম পঞ্চায়েতের সম্পাদকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। উনিই জন্ম ও মৃত্যু নথিবদ্ধ করার বিষয়টি দেখেন। আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
ওই হলফনামায় মৈনাজ বেগম মোদি এবং তার সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বিশেষ করে দরিদ্র মানুষদের জন্য বিনামূল্যে গ্যাসের সংযোগ ও শৌচাগার নির্মাণের আর্থিক সহায়তা দেওয়ার প্রকল্পটির ভূয়সী প্রশংসা করেন। তিন তালাক বন্ধের জন্য প্রধানমন্ত্রীর উদ্যোগেরও প্রশংসা করা হয়।