পূর্ণিমাকে পেয়ে দারুণ খুশি বৃদ্ধাশ্রমের মায়েরা
- আপডেট সময় : ১২:৪৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯ ১০৭ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক |
পূর্ণিমা সম্প্রতি হাজির হয়েছিলেন রাজধানীর একটি বৃদ্ধাশ্রমে। তাকে পেয়ে দারুণ খুশি হয়েছেন সেখানে থাকা মায়েরা।
শনিবার সকালে নায়িকা নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় একগুচ্ছ ছবির সেই অ্যালবাম প্রকাশ করেন।
সেখানে বৃদ্ধাশ্রমের নানা মুহূর্ত উঠে এসেছে। তার ভক্তরাও অ্যালবামটি শেয়ার করছেন। মন্তব্যের ঘরে তার প্রশংসা করে লিখেছেন অনেকে।
জানা গেছে, রাজধানীর উত্তরখানের আপন নিবাস বৃদ্ধাশ্রমে গিয়ে সেখানে থাকা মায়েদের সঙ্গে অনেকটা সময় কাটান। তারা এই নায়িকাকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন। পূর্ণিমাও নিজেকে সামলাতে পারেননি।
মৈনারটেকের ওই বৃদ্ধাশ্রমের নামফলকের সামনে দাঁড়িয়ে তোলা ছবিও শেয়ার করেন পূর্ণিমা। সেখানে দেখা যায়, প্রবীণদের সহযোগিতায় সবার সাহায্য চাওয়া হয়েছে। তবে বৃদ্ধাশ্রমে সময় কাটানো নিয়ে এই নায়িকা কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অনেক দিন সিনেমায় দেখা না গেলেও নিয়মিত বিজ্ঞাপন ও সঞ্চালনা করে যাচ্ছেন পূর্ণিমা। বিশেষ উপলক্ষে নাটকেও দেখা মেলে।
গত বছরের শেষ দিকে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়ান। এর মধ্যে প্রথমটির কাজ পুরোপুরি শেষ। অন্যদিকে দৃশ্যায়নের সময় পূর্ণিমা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করায় থমকে যায় দ্বিতীয় ছবিটির কাজ। ‘গাঙচিল’ নির্মিত হচ্ছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরে একই নামের উপন্যাস অবলম্বনে। এই ছবির পূর্ণিমার বিপরীতে আছেন ফেরদৌস। অন্যটিতে আছেন আরিফিন শুভ।