প্রেমিকের সারপ্রাইজে বিস্মিত সুস্মিতা (ভিডিও)
- আপডেট সময় : ০৬:০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯ ১৩৮ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক |
এ বছর সুস্মিতা সেনের বিশ্ব সুন্দরী হওয়ার ২৫ বছর পূর্ণ হলো…
১৯৯৪ সালে বিশ্ব সুন্দরীর মুকুট পেয়েছিলেন সুস্মিতা সেন। সুস্মিতাই ছিলেন প্রথম ভারতীয় নারী যিনি বিশ্ব সুন্দরীর সম্মান পান। এ বছর তার বিশ্ব সুন্দরী হওয়ার ২৫ বছর পূর্ণ হলো। আর এই সাফল্যের রজত জয়ন্তী পালন করলেন এ নায়িকা।বাড়িতে দুই মেয়ে এবং বয়ফ্রেন্ড রোহমান শালকে নিয়ে দিনটি উদযাপন করেন।
তিবে সুস্মিতা জানিয়েছেন এ সেলিব্রেশনের পরিকল্পনা তার ছিল না। এমনকি বিষয়টি তিনি জানতেনও না। মূলত তার প্রেমিক রোহমান সেলিব্রেশনের আয়োজন করে সুস্মিতাকে চমকে দেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলিব্রেশনের একটি ভিডিও শেয়ার করেছেন সুস্মিতা। সেখানে দেখা যায়, মিস ইউনিভার্সের মুকুট পরে বসে কেক কাটছেন তিনি। ভিডিওর ক্যাপশনে সুস্মিতা লিখেন, ‘আমি সবেমাত্র দুবাই থেকে এলাম। কয়েক ঘণ্টার মধ্যেই গোয়ার জন্য বেরিয়ে যাব। এই সারপ্রাইজ সেলিব্রেশনের কোনও ধারণা ছিল না।’
উল্লেখ্য নিজের থেকে ১৫ বছরের ছোট প্রেমিক রোহমানের সঙ্গে প্রেম করছেন ৪২ বছর বয়সী এই নায়িকা। ফলে সুস্মিতার সুখে দুঃখে সবসময় তার পাশে থাকেন প্রেমিক রোহমান। রোহমান মুম্বইয়েরই এক মডেল। বেশ কিছু বিজ্ঞাপনে দেখা গিয়েছে রোহমানকে। বলিউডে পা রাখার জন্য বহু দিন ধরেই নাকি চেষ্টা করে যাচ্ছেন তিনি।