ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মঙ্গল শোভাযাত্রা – তাসফিয়া ফারহানা ঐশী Logo সাস্টিয়ান ব্রাহ্মণবাড়িয়া এর ইফতার মাহফিল সম্পন্ন Logo কুবির চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার ও পূর্নমিলনী Logo অধ্যাপক জহীর উদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে শাবির মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ পরিষদের শোক প্রকাশ Logo শাবির অধ্যাপক জহীর উদ্দিনের মায়ের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ Logo বিশ কোটিতে গণপূর্তের প্রধান হওয়ার মিশনে ‘ছাত্রদল ক্যাডার প্রকৌশলী’! Logo দূর্নীতির রাক্ষস ফায়ার সার্ভিসের এডি আনোয়ার! Logo ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতি হওয়া শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোর সংস্কার শুরু Logo বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে শাবিপ্রবি ছাত্রলীগের মানববন্ধন Logo কুবি উপাচার্যের বক্তব্যের প্রমাণ দিতে শিক্ষক সমিতির সাত দিনের আল্টিমেটাম




হেসে খেলেই ডাচদের হারালো বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯ ৯৫ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপের প্রায় অর্ধেকের বেশি পথ পাড়ি দেয়া হয়ে গেছে। ভারত, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে চারটি ম্যাচ খেলে ফেলেছে টাইগাররা। এর মধ্যে দুটি জয় এবং দুটি হার। গ্রেট ব্রিটেনের দুই ‘ল্যান্ড’ তথা আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে এসেছে দুই জয়। শোচনীয় পরাজয় ঘটেছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে।

আয়ারল্যান্ডের পর ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর বাংলাদেশ চট্টগ্রামে মুখোমুখি হলো ইউরোপের আরেক দেশ, আইসিসিরি সহযোগি নেদারল্যান্ডসের। বিশ্বকাপে আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডস এই দুই দলের বিপক্ষে জয় প্রত্যাশিতই ছিল। আইরিশদের বিপক্ষে জয়টা কষ্টে এলেও নেদারল্যান্ডসকে হেসে খেলেই (৬ উইকেটে) হারিয়েছে বাংলাদেশ।

ইংল্যান্ডকে হারানোর পর এমনিতেই ফুরফুরে মেজাজে ছিল বাংলাদেশ। তারওপর লাকি ভেন্যু চট্টগ্রাম। সেখানে ডাচদের আতিথেয়তা দিয়েছিল টাইগাররা। টস করতে নেমে জিতেছিলেন ডাচ অধিনায়ক পিটার বোরেন।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়া নেদারল্যান্ডস। রায়ান টেন ডেসকাটের হাফ সেঞ্চুরি সত্ত্বেও বাংলাদেশের বোলারদের সাঁড়াসি বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি ডাচ ব্যাটসম্যানরা। ৪৬.২ ওভারে তারা অলআউট হয়ে গিয়েছিল মাত্র ১৬০ রান করে। স্পিনার আদরুর রাজ্জাক নেন ৩ উইকেট। ১ উইকেট করে নেন সাকিব, রুবেল এবং সোহরাওয়ার্দি শুভ। ৪টিই হয়েছিল রানআউট।

জবাব দিতে নেমে তামিম ইকবাল ইনিংসের চতুর্থ বলেই বোল্ড হয়ে যান কোনো রান না করে। কিন্তু ইনফর্ম ইমরুল কায়েস ডাচদের সামনে দাঁড়িয়ে যান পাহাড়ের মত। ১১৩ বলে অপরাজিত ৭৩ রান করেন ইমরুল কায়েস। জুনায়েদ সিদ্দিকী ৫৩ বলে করেন ৩৫ রান। শাহরিয়ার নাফিস করেন ৬০ বলে ৩৭ রান।

ইমরুল কায়েস এবং মুশফিকুর রহীম অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৪১.২ ওভারেই (৫২ বল হাতে রেখে) ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। অসাধারণ ইনিংসটি খেলার জন্য ম্যাচ সেরার পুরস্কার পান ইমরুল কায়েস। টানা দুই ম্যাচে সেরা হলেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর
নেদারল্যান্ডস : ১৬০/১০, ৪৬.২ ওভার (রায়ান টেন ডেসকাট ৫৩*, টম কুপার ২৯, এরিক সোয়ারজিনস্কি ২৮, অ্যালেক্সি কারভেজি ১৮; আবদুর রাজ্জাক ৩/২৯, সাকিব ১/৩৮, রুবেল হোসেন ১/৩৬, সোহরাওয়ার্দি ১/৩৩)।

বাংলাদেশ : ১৬৬/৪, ৪১.২ ওভার (ইমরুল কায়েস ৭৩*, শাহরিয়ার নাফীস ৩৭, জুনায়েদ সিদ্দিকী ৩৫, মুশফিক ১১*; টম কুপার ২/৩৩)।

ফল : বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : ইমরুল কায়েস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




হেসে খেলেই ডাচদের হারালো বাংলাদেশ

আপডেট সময় : ০৩:৫১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপের প্রায় অর্ধেকের বেশি পথ পাড়ি দেয়া হয়ে গেছে। ভারত, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে চারটি ম্যাচ খেলে ফেলেছে টাইগাররা। এর মধ্যে দুটি জয় এবং দুটি হার। গ্রেট ব্রিটেনের দুই ‘ল্যান্ড’ তথা আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে এসেছে দুই জয়। শোচনীয় পরাজয় ঘটেছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে।

আয়ারল্যান্ডের পর ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর বাংলাদেশ চট্টগ্রামে মুখোমুখি হলো ইউরোপের আরেক দেশ, আইসিসিরি সহযোগি নেদারল্যান্ডসের। বিশ্বকাপে আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডস এই দুই দলের বিপক্ষে জয় প্রত্যাশিতই ছিল। আইরিশদের বিপক্ষে জয়টা কষ্টে এলেও নেদারল্যান্ডসকে হেসে খেলেই (৬ উইকেটে) হারিয়েছে বাংলাদেশ।

ইংল্যান্ডকে হারানোর পর এমনিতেই ফুরফুরে মেজাজে ছিল বাংলাদেশ। তারওপর লাকি ভেন্যু চট্টগ্রাম। সেখানে ডাচদের আতিথেয়তা দিয়েছিল টাইগাররা। টস করতে নেমে জিতেছিলেন ডাচ অধিনায়ক পিটার বোরেন।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়া নেদারল্যান্ডস। রায়ান টেন ডেসকাটের হাফ সেঞ্চুরি সত্ত্বেও বাংলাদেশের বোলারদের সাঁড়াসি বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি ডাচ ব্যাটসম্যানরা। ৪৬.২ ওভারে তারা অলআউট হয়ে গিয়েছিল মাত্র ১৬০ রান করে। স্পিনার আদরুর রাজ্জাক নেন ৩ উইকেট। ১ উইকেট করে নেন সাকিব, রুবেল এবং সোহরাওয়ার্দি শুভ। ৪টিই হয়েছিল রানআউট।

জবাব দিতে নেমে তামিম ইকবাল ইনিংসের চতুর্থ বলেই বোল্ড হয়ে যান কোনো রান না করে। কিন্তু ইনফর্ম ইমরুল কায়েস ডাচদের সামনে দাঁড়িয়ে যান পাহাড়ের মত। ১১৩ বলে অপরাজিত ৭৩ রান করেন ইমরুল কায়েস। জুনায়েদ সিদ্দিকী ৫৩ বলে করেন ৩৫ রান। শাহরিয়ার নাফিস করেন ৬০ বলে ৩৭ রান।

ইমরুল কায়েস এবং মুশফিকুর রহীম অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৪১.২ ওভারেই (৫২ বল হাতে রেখে) ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। অসাধারণ ইনিংসটি খেলার জন্য ম্যাচ সেরার পুরস্কার পান ইমরুল কায়েস। টানা দুই ম্যাচে সেরা হলেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর
নেদারল্যান্ডস : ১৬০/১০, ৪৬.২ ওভার (রায়ান টেন ডেসকাট ৫৩*, টম কুপার ২৯, এরিক সোয়ারজিনস্কি ২৮, অ্যালেক্সি কারভেজি ১৮; আবদুর রাজ্জাক ৩/২৯, সাকিব ১/৩৮, রুবেল হোসেন ১/৩৬, সোহরাওয়ার্দি ১/৩৩)।

বাংলাদেশ : ১৬৬/৪, ৪১.২ ওভার (ইমরুল কায়েস ৭৩*, শাহরিয়ার নাফীস ৩৭, জুনায়েদ সিদ্দিকী ৩৫, মুশফিক ১১*; টম কুপার ২/৩৩)।

ফল : বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : ইমরুল কায়েস।