অপরাধ প্রতিবেদক;
খিলগাঁও থানার শ্রমিক লীগের সাধারন সম্পাদক, আলোচিত শীর্ষ মাদক সম্রাট নুর মোহাম্মদ বিপুল পরিমান মাদক সহ গ্রেফতার হয়েছেন বলে এলাকাবাসী সূত্রে জানাগেছে, অনেকদিন থেকেই তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের আড়ালে এই নুর মোহাম্মদ পুরো এলাকায় মাদকের সমাজ্য গড়ে তুলেছেন।
এলাকার প্রতক্ষদর্শীদের দাবী খিলগাঁও থানার এসআই তরিকুল, এএসআই সবুর ও এএসআই মিজানের নেতৃত্বে মাদক ব্যবসায়ী নুর মোহাম্মদের গাড়ী থেকে ইয়াবা পেয়ে সাথে সাথে গাড়ী ও মাদক সম্রাট নুর মোহাম্মদকে থানায় নিয়ে আসে। তবে তাকে মাদকের মামলা না দিয়ে সাধারন কোন মামলায় চালান দেওয়ার চক্রান্ত ও দেনদরবার চলছে থানা পুলিশের সাথে এমন গুঞ্জনও শুনা যাচ্ছে পুরো এলাকাজুড়ে।
এ বিষয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি বলেন, এখনও মাদক পাওয়া যায়নি তাকে ওয়ারেন্টের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
খিলগাঁওয়ের সচেতন মহলের আশা পুলিশ বাহিনী কোন অপশক্তির কাছে মাথা নত না করে সত্যিকারের ঘটনা প্রকাশ করে মাদক মামলা দিয়ে জেল হাজতে পাঠাবেন এই নেতা নামধারী বেপরোয়া মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীকে।