বুলবুলের চোখে দেশ সেরা ব্যাটসম্যান মুশফিক

- আপডেট সময় : ১১:৩২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯ ১৬৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক;
মুশফিকুর রহিমকে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশের প্রথম বিশ্বকাপের অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তার নেতৃত্বে ১৯৯৯ সালে প্রথম বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছিল টাইগাররা।
বুলবুল বলেন, ‘মুশফিক আমাদের দলের সেরা ব্যাটসম্যান। আমি চাই বিশ্বকাপে মুশফিক চার নম্বর পজিশনে ব্যাটিং করুক। ওয়ান ডাউনে আমি এমন একজনকে চাচ্ছি, যে নতুন বলে খেলায় অভিজ্ঞ।’
ক্রিকেট থেকে অবসরে আইসিসির গেম ডেভলপমেন্টে কর্মরত আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘সাকিব আল হাসান আসলে তিন নম্বরে ব্যাটিং করার ব্যাটসম্যান নয়। আমি সাকিবকে আরও একটু নিচের দিকে চাই। ইংল্যান্ডের বিশ্বকাপে আমাদের অনেক বড় বড় রান তাড়া করতে হবে। সে কারণে সাকিবকে একটু নিচের দিকে দরকার পড়বে।’
অভিষেক টেস্টে সেঞ্চুরির ইতিহাস গড়া বুলবুল আরও বলেন, ‘আমি তিন নম্বর পজিশনে এমন একজন ব্যাটসম্যানকে চাই, যে ব্যাটসম্যান দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যেতে পারবে। কারণ সে আউট হলে দল চাপের মধ্যে পড়ে যাবে।