সংবাদ শিরোনাম :
নরেন্দ্র মোদিকে শেখ হাসিনার অভিনন্দন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:২৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯ ১২৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। ছবি: ফাইল, সংগৃহীত
অনলাইন ডেস্ক;
ভারতের লোকসভা নির্বাচনে বিজয় অর্জন করায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার ও বাংলাদেশের জনগণ এবং আমার পক্ষ থেকে, বিজেপির এই জয়কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ১৭তম লোকসভার নির্বাচনে এই জয় বিশ্বের বড় গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতের জনগণের আপনার প্রতি আস্তার প্রতিফলন।’
তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। কঠিন সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল দৃঢ়।’
বৃহস্পতিবার ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা হয়। এতে বিপুল ব্যবধানে বেসরকারিভাবে জয় পায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।