সংবাদ শিরোনাম :
পরিবেশ ছাড়পত্র ছাড়াই জাহাজ তৈরি, কোটি টাকা জরিমানা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৪৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯ ১৩৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক;
পরিবেশ ছাড়পত্র ছাড়াই জাহাজ তৈরি ও ডক ইয়ার্ড পরিচালনার দায়ে চট্টগ্রামের কর্ণফুলী ড্রাই ডক লিমিটেডকে এক কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।
বুধবার (২২ মে) চট্টগ্রাম পরিবেশ অধিদফতর কার্যালয়ে শুনানি শেষে এ জারিমানা করেন পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন।
তিনি জানান, কর্ণফুলী ড্রাই ডক নামে পরিচিত হলেও কর্ণফুলী স্পেশাল ইকোনমিক জোন নামে জাহাজ তৈরি করছিল প্রতিষ্ঠানটি। এ ছাড়া ডক ইয়ার্ডের কার্যক্রম পরিচালনা হচ্ছিল পরিবেশ ছাড়পত্র ছাড়াই। আজ শুনানিতে যথাযথ কারণ দেখাতে না পারায় কর্ণফুলী ড্রাই ডক লিমিটেডকে এক কোটি টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ভবিষ্যতের জন্য সতর্ক করে দ্রুত পরিবেশ ছাড়পত্র গ্রহণে অঙ্গীকারনামা নেয়া হয়।