অবৈধ পণ্য বিক্রির দায়ে সরাইলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- আপডেট সময় : ০৫:৩৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯ ১১৭ বার পড়া হয়েছে
সরাইল প্রতিনিধি;
বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয় কয়েকটি ফার্মেসীতে।
বুধবার বিকালে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঔষধের দোকানে ফুড আইটেম রাখার দায়ে সরাইল বিকাল বাজারে নারায়ণ ফার্মেসী কে ৫,০০০টাকা,শাহজালাল ফার্মেসীকে ৫০০০টাকা, অংকন মেডিকেল হলকে ১০,০০০টাকা জরিমানা করা হয়।
এছাড়াও সরাইল হাসপাতাল মোড়ে কয়েকটি ফার্মেসীতে চিকিৎসকের স্যাম্পল ও ফুড আইটেম রাখার দায়ে জরিমানা করা হয়। এসময় ডে নাইট ফার্মেসী কে ২০০০টাকা,বিসমিল্লাহ মেডিকেল হলে ৩০০০টাকা, রহমানিয়া মেডিকেল হলে ৩০০০টাকা, খান মেডিকেল হলকে ২০০০টাকা জরিমানা করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতের উপস্তিতি টের পেয়ে অনেক দোকানীকে দোকান তালাবন্ধ করে চলে যেতে দেখাযায়।
পরে প্রত্যেক দোকানীকে সতর্ক করে দেয়া হয় যেন পুনরায় যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয়। এবং চিকিৎসকের স্যাম্পল ও ফুড আইটেম বিক্রি না করার পরামর্শ দেন ।