যাত্রাবাড়ীতে ৭২ কেজি গাঁজার চালান সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৫:০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯ ১২৩ বার পড়া হয়েছে
রাজধানীর যাত্রাবাড়ী থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা (উত্তর) বিভাগ । গ্রেফতারকৃত ব্যক্তির নাম-মোঃ রিপন মিয়া (২৮)।
এ সময় তার হেফাজত থেকে ৭২ কেজি গাঁজাসহ একটি মিনি ক্যার্ভাড ভ্যান উদ্ধার করা হয় ।
ডিবি সূত্রে জানা যায়- গোপন তথ্যের ভিত্তিতে ২১ মে ২০১৯ মঙ্গলবার রাত ২১.০৫ টায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকার গোবিন্দপুরস্থ কলকতা হারবালের বিপরিত পার্শ্বে ঢাকা -চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজাসহ রিপন মিয়াকে গ্রেফতার করে ডিএমপি’র গোয়েন্দা (উত্তর) বিভাগের বিমান বন্দর জোনাল টিম ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন মিয়া জানায়, সে তার সহযোগীদের সহায়তায় মিনি ক্যাভার্ড ভ্যান যোগে দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী জেলা হতে অবৈধ মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকার যাত্রাবাড়ী এলাকাসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে।
এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় ০১টি মামলা রুজু করা হয়েছে।