সংবাদ শিরোনাম :
জনসংখ্যা বাড়াতে মেয়র দেবেন ভায়াগ্রা!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৫০:০১ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯ ১২৯ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক |
গ্রামে দিন দিন জনসংখ্যা কমে যাচ্ছে। স্কুলে নেই পর্যাপ্ত শিক্ষার্থী। ফ্রান্সের মন্টেরিয়াউর মেয়র তাই যৌন উত্তেজক ওষুধ ভায়াগ্রা বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন!
মেয়র জিন ডিবৌজি আশা করছেন, তার এই অভিনব সিদ্ধান্তের কারণে গ্রামে শিশুর সংখ্যা বাড়বে। ওই গ্রামে সব মিলিয়ে ৬৫০ জন লোকের বাস। একটি মাত্র স্কুলে শিক্ষার্থী সংখ্যা ৩০ জন।
‘বাচ্চা ছাড়া গ্রামকে নিথর মনে হয়। মনে হয় কোথাও কেউ নেই,’ মন্তব্য করে ডিবৌজি বলেন, ‘পিলগুলো ১৮ থেকে ৪০ বছর বয়সী দম্পতিদের মধ্যে বিতরণ করা হবে।’
মেয়রের এই কর্মকাণ্ড নিয়ে ইতিমধ্যে দেশটিতে আলোচনা শুরু হয়েছে। কারণ ফ্রান্সে ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া সাধারণ মানুষ এই ওষুধ কিনতে পারে না।