অনলাইন ডেস্ক |
বাংলাদেশ দলের বোলিং আক্রমণের অন্যতম সেরা অস্ত্র মুস্তাফিজুর রহমান। ‘কাটার মাস্টার’ ফর্মে থাকলে বিশ্বকাপে যেকোনো দলের জন্যই বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেন ভারতের অধিনায়ক অনিল কুম্বলে।
হঠাৎ করেই কিছুটা ছন্দ হারিয়ে ফেলেছিলেন মুস্তাফিজ। কিন্তু বিশ্বকাপের ঠিক আগে যেন নিজেকে ফিরে পেলেন বাঁহাতি এই পেসার। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অসাধারণ বোলিং করেছেন। সবকিছু মিলিয়ে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে বিশ্বকাপ খেলার জন্য পুরো প্রস্তুত মুস্তাফিজ।
এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য ট্রাম্প কার্ড হতে পারে মুস্তাফিজ। সেটিই মনে করিয়ে দিলেন ভারতের কিংবদন্তি লেগ স্পিনার কুম্বলে, “মুস্তাফিজের প্রতিভা নিয়ে কোন সন্দেহ নেই আমার। ও যখন দলে এসেছিল ১৪০ কি.মি গতিতে বল করতে পারত। তার স্লোয়ার, কাটার অনেক ব্যাটসম্যানই ধরতে পারত না।”
“চোটের কারণে গতি কমে গিয়েছে হয়ত। তবে এটি নির্ভর করছে টুর্নামেন্টের শুরুতে ও কি করে। যদিও চোট সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে তার। তবে স্কোয়াডে একজন বাঁহাতি পেসার থাকা সব দলের জন্যই সুবিধা।”
“মুস্তাফিজ মানসম্পন্ন বোলার। যদি সে তার পুরনো রূপে ফিরতে পারে তাহলে বিশ্বকাপে যেকোন দলের জন্য বাংলাদেশ হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে।”
বিশ্বকাপের মিশনে নামার আগে এর আগে পাকিস্তান ও ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা। ২ জুন দ্য ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দিয়ে শুরু হবে তাদের আসল লড়াই।