বুধবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে অত্যাধুনিক গোয়েন্দা স্যাটেলাইট রিস্যাট-২ উৎক্ষেপণ করা হয়। ছবি: ইসরো
অনলাইন ডেস্ক |
শত্রুপক্ষের ওপর নজরদারি আরও নিখুঁত এবং স্পষ্ট করতে মহাকাশে নতুন গোয়েন্দা স্যাটেলাইট পাঠিয়েছে ভারত।
বুধবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে অত্যাধুনিক গোয়েন্দা স্যাটেলাইট রিস্যাট-২বি উৎক্ষেপণ করা হয়।
আনন্দবাজার জানায়, এই স্যাটেলাইট দিয়ে শত্রুপক্ষের ওপর আরও নিখুঁত এবং স্পষ্টভাবে নজরদারি করা যাবে। এই স্যাটেলাইট ছবি পাঠাতে শুরু করলে ভারত মহাসাগরে কোনো চীনা যুদ্ধজাহাজ লুকিয়ে আছে কিনা তা শনাক্ত করা যাবে। নজরদারি করা যাবে পাকিস্তানের ওপরও।
এর আগের রিস্যাট পর্যায়ের স্যাটেলাইটগুলো থেকে অনেক শক্তিশালী রিস্যাট-২বি। এই মুহূর্তে মহাকাশে আছে ভারতের রিস্যাট-১ এবং রিস্যাট-২ স্যাটেলাইট। সেগুলো থেকেও অনেক নিখুঁত ছবি পাঠাবে নতুন এই স্যাটেলাইট।
দিনের মতোই রাতের বেলাতেও কাজ করবে এই স্যাটেলাইটের শক্তিশালী রাডার। সমুদ্রপৃষ্ঠের ৫৫৭ কিলোমিটার ওপর থেকে মেঘের আস্তরণ ভেদ করে শত্রুভূমিতে দৃষ্টি রাখতে পারবে এই গোয়েন্দা স্যাটেলাইট।
নজরদারির কারণে এই স্যাটেলাইটকে ডাকা হচ্ছে ‘আকাশের গোপন চোখ’ নামেও। কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুর ছবি দিনে দুই থেকে তিনবার তুলতে পারবে ভারতের ৬১৫ কেজি ওজনের এই গোয়েন্দা স্যাটেলাইট। কোনো বাড়ি বা অঞ্চলে ২৪ ঘণ্টার মধ্যে কী পরিবর্তন হচ্ছে, তা নির্ভুলভাবে বলতে পারবে রিস্যাট-২।
পাকিস্তান ছাড়াও এই ‘গুপ্তচর’ নজর রাখবে আরব সাগর, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের ওপর।
এনিয়ে মহাকাশে মোট ৩৫৪টি স্যাটেলাইট পাঠাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। এই উৎক্ষেপণে প্রথমবারের মতো ব্যবহার করা হলো ভারতের নিজেদের বানানো প্রসেসর ‘বিক্রম’।