ঢাকা ০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ




হাসান মাহাদী ও লিজার কণ্ঠে বিশ্বকাপ উপলক্ষে ‘বাংলাদেশ এগিয়ে যাও’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯ ২২২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক; 

কয়েকদিন পরেই ‘বিশ্বকাপ ক্রিকেট ২০১৯’। ইতোমধ্যে এ নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে সম্মানজনক এ আসর নিয়ে চলছে নানা প্রস্তুতি। এদিকে বিশ্বকাপ ক্রিকেট নিয়ে তৈরি একটি গানে কণ্ঠ দিলেন সংগীতশিল্পী হাসান মাহাদী ও লিজা । ‘বাংলাদেশ এগিয়ে যাও’ বাংলাদেশ ক্রিকেট টিমকে উৎসর্গ করে সবার জন্য উন্মোক্ত করা হবে। গানটিতে কন্ঠ দিয়েছেন” হাসান মাহাদী। গানটি লিখেছেন জহিরুল ইসলাম জনি এবং এই গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন ভারতীয় সনামধন্য সংগীত পরিচালক অমিত মিত্র। গানটি প্রকাশ করা হবে। Manik Pritom Youtube Channel এ।

গানের সাথে মিল রেখে মৌলিক গল্পে ভিডিও নির্মাণ করেছেন সময়ের আলোচিত তরুন নির্মাতা বাপ্পি খান। এতে মডেল হিসেবে আছেন মানিক খান , জিতু , মিমি , সোহাগ বিশ্বাস , সিফাত , আরিয়ান আমির , আয়েশ খান এবং আরো অনেকে। ভিডিওতে শিল্পী হাসান মাহাদীকেও দেখা যাবে।

গানটি প্রসঙ্গে হাসান সকালের সংবাদকে বলেন- ‘আমার আগের গান গুলোর মতোই এই গান-টিও শ্রোতাদের ভালো লাগবে এই বিশ্বাস আছে। সবাই গানটি দেখবেন শুনবেন এবং অবশ্যই মানিক প্রীতম ইউটিব চ্যানেল টি সাবস্ক্রাইব করবেন।

গানটির ভিডিও নির্মাতা বাপ্পি খান সকালের সংবাদকে বলেন, গানটির কথা দারুন। আশা করছি ভিডিও টাও সবার ভালো লাগবে।

মডেল মানিক খান সকালের সংবাদকে বলেন – বাংলাদেশ ক্রিকেট টিমকে উৎসর্গ করে এই গান টি তে মডেল হিশেবে কাজ করতে পেরে নিজেকে ধন্ন মনে করছি। আশা করি গান ও ভিডিওটি সবার ভালো লাগবে আমরা সবাই মিলে চেষ্টা করেছি। নিজেদের বেস্ট আউট পুট টা দিয়ার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




হাসান মাহাদী ও লিজার কণ্ঠে বিশ্বকাপ উপলক্ষে ‘বাংলাদেশ এগিয়ে যাও’

আপডেট সময় : ০৯:২২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯

বিনোদন ডেস্ক; 

কয়েকদিন পরেই ‘বিশ্বকাপ ক্রিকেট ২০১৯’। ইতোমধ্যে এ নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে সম্মানজনক এ আসর নিয়ে চলছে নানা প্রস্তুতি। এদিকে বিশ্বকাপ ক্রিকেট নিয়ে তৈরি একটি গানে কণ্ঠ দিলেন সংগীতশিল্পী হাসান মাহাদী ও লিজা । ‘বাংলাদেশ এগিয়ে যাও’ বাংলাদেশ ক্রিকেট টিমকে উৎসর্গ করে সবার জন্য উন্মোক্ত করা হবে। গানটিতে কন্ঠ দিয়েছেন” হাসান মাহাদী। গানটি লিখেছেন জহিরুল ইসলাম জনি এবং এই গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন ভারতীয় সনামধন্য সংগীত পরিচালক অমিত মিত্র। গানটি প্রকাশ করা হবে। Manik Pritom Youtube Channel এ।

গানের সাথে মিল রেখে মৌলিক গল্পে ভিডিও নির্মাণ করেছেন সময়ের আলোচিত তরুন নির্মাতা বাপ্পি খান। এতে মডেল হিসেবে আছেন মানিক খান , জিতু , মিমি , সোহাগ বিশ্বাস , সিফাত , আরিয়ান আমির , আয়েশ খান এবং আরো অনেকে। ভিডিওতে শিল্পী হাসান মাহাদীকেও দেখা যাবে।

গানটি প্রসঙ্গে হাসান সকালের সংবাদকে বলেন- ‘আমার আগের গান গুলোর মতোই এই গান-টিও শ্রোতাদের ভালো লাগবে এই বিশ্বাস আছে। সবাই গানটি দেখবেন শুনবেন এবং অবশ্যই মানিক প্রীতম ইউটিব চ্যানেল টি সাবস্ক্রাইব করবেন।

গানটির ভিডিও নির্মাতা বাপ্পি খান সকালের সংবাদকে বলেন, গানটির কথা দারুন। আশা করছি ভিডিও টাও সবার ভালো লাগবে।

মডেল মানিক খান সকালের সংবাদকে বলেন – বাংলাদেশ ক্রিকেট টিমকে উৎসর্গ করে এই গান টি তে মডেল হিশেবে কাজ করতে পেরে নিজেকে ধন্ন মনে করছি। আশা করি গান ও ভিডিওটি সবার ভালো লাগবে আমরা সবাই মিলে চেষ্টা করেছি। নিজেদের বেস্ট আউট পুট টা দিয়ার।