মাকে খুন করে গভীর রাতে থানায় ছেলে
- আপডেট সময় : ০৩:৫২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯ ১০৬ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক |
চাকরি চলে যাওয়ায় মায়ের সঙ্গে শুরু হয় ঝগড়া। সেই ঝগড়ার পরিণতি পৌঁছে যায় চরম পর্যায়ে। এক সময় ছেলে মায়ের প্রাণটাই নিয়ে নেয়! ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের করুণাময়ী ঘাট রোডের।
পুলিশ জানিয়েছে, প্রথমে ওই ব্যক্তিকে সুস্থ বলে মনে না হলেও কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা বিষয়টি উড়িয়ে দেননি। খুনি ছেলের নাম চন্দন সরকার। মায়ের নাম অপু সরকার (৬০)।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, চন্দনের কথা মতো করুণাময়ী ঘাট রোডে পৌঁছে ঘরে ঢুকে পুলিশ খাটের উপরে নিহত বৃদ্ধাকে দেখতে পায়। গলায় ছুরির আঘাত ছিল। দেরি না করে ওই বৃদ্ধাকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়।
চন্দনের বাবা বুদ্ধদেব সরকার অনেক আগেই মারা গেছেন। একমাত্র বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে করুণাময়ী ঘাট রোডের ওই বাড়িতে তিনি আর তার মা থাকতেন। এর আগে মানসিক অসুস্থতার জন্য তাকে পুনর্বাসন কেন্দ্রে থাকতে হয়েছিল।
পুলিশের দাবি, চন্দনের চাকরি যাওয়া নিয়ে মা তাকে বকাবকি করেন। এ সব নিয়ে চন্দনের সঙ্গে তার মায়ের শনিবার রাতেও গোলমাল হয়। এর পরে মা রাতে ঘুমিয়ে পড়ার পরে চন্দন ছুরি নিয়ে তাকে আঘাত করেন বলে অভিযোগ।
রাগের মাথায় একের পর এক আঘাত করার পরে যখন দেখেন মা আর সাড়া দিচ্ছে না তখন নিজেই বাড়ির দরজা বাইরে থেকে টেনে দিয়ে সোজা থানায় পৌঁছে যান এবং আত্মসমর্পণ করেন।