প্রেমিকার বাসায় বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ
- আপডেট সময় : ০৩:৪৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯ ১৪১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক |
রাজধানীর কুড়িল এলাকায় প্রেমিকার বাসা থেকে আশিক-এ এলাহী (২০) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিবারের অভিযোগ, তাকে বাসায় ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার সকালে ভাটারা থানাধীন কুড়িলের কুড়াতলি বাজার এলাকার একটি বাসা থেকে আশিকের লাশ উদ্ধার করা হয়। নিহতের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়।
নিহতের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওলজি বিভাগের মাস্টার্সের ছাত্র আল আমিন জানান, মঙ্গলবার সকালে তার ছোট ভাইয়ের এক সহপাঠীর (প্রেমিকা) ফোন পেয়ে তার বাসায় যান। সেখানে গিয়ে তার ছোট ভাইকে মৃত অবস্থায় পান।
আশিকের প্রেমিকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী তার এক বান্ধবীর সঙ্গে কুড়াতলির ওই বাসায় ভাড়া থাকেন।
নিহতের ভাই দাবি করেন, পরিকল্পিতভাবে তার ভাইকে ডেকে এনে হত্যা করে এখন তার প্রেমিকা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে।
ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি/অপারেশন) মো. শিহাবউদ্দিন জানান, প্রেমিক ও প্রেমিকা একই বিশ্ববিদ্যালয়ের একই সেমিস্টারের শিক্ষার্থী। বিষয়টি এখনো তদন্তাধীন।