গৃহবধূকে পুড়িয়ে হত্যাচেষ্টায় আদালতে মামলা

- আপডেট সময় : ০৭:২৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০১৯ ১৬০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি নীলফামারী;
শিল্পি আক্তার (২৪) নামে এক গৃহবধূকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যাচেষ্টায় আদালতে মামলা দায়ের হয়েছে। নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন আদালত ট্রাইব্যুনাল-২ শিল্পি আক্তারের (নাসিনিবিঃ নং-৮৪/১৯) অভিযোগটি আমলে নিয়ে ডিমলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।
নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের নটাবাড়ি গ্রামের আব্দুল রহমানের কন্যা শিল্পি আক্তারের সঙ্গে একই গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে আব্দুর রহমানের ২০১৩ সালের ১৭ অক্টোবর বিয়ে হয়। তাদের সংসারে রাকিবুল ইসলাম নামে তিন বছরের পুত্রসন্তান রয়েছে।
বিয়ের সময় দুই লাখ টাকা যৌতুক প্রদান করা হয়। কিন্তু পরবর্তীতে আরও পাঁচ লাখ টাকার দাবিতে শিল্পির ওপর বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে আসছিল শ্বশুরবাড়ির লোকজন। গত ২৯ এপ্রিল সন্ধ্যায় যৌতুকের টাকার জন্য বিভিন্নভাবে নির্যাতনের পাশাপাশি শিল্পীর শরীরের গ্যাস লাইন দিয়ে আগুন ধরিয়ে দিয়ে হত্যাচেষ্টা করা হয়।
এ সময় স্থানীয়রা এগিয়ে এসে শিল্পিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ডিমলা হাসপাতালে ভর্তি করেন। তার শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে। বিষয়টি নিয়ে ডিমলা থানায় মামলা দিতে গেলে পুলিশ মামলা না নিয়ে আদালতে যেতে বলেন।
সোমবার শিল্পি আক্তার সাংবাদিকদের নিকট অভিযোগ করে বলেন, আমার শ্বশুরবাড়ির লোকজন জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় আমাকে আগুন দিয়ে প্রকাশ্যে হত্যার চেষ্টা করা হলেও ডিমলা থানা পুলিশ মামলা না নিয়ে আদালতে যেতে বলেন।
তিনি আদালতে বাদী হয়ে স্বামী আব্দুর রহমান (২৮), শ্বশুর মাহাতাব উদ্দিন (৫৫), শাশুড়ি মনোয়ারা বেগম (৫২) ও ননদ রহিমা আক্তারতে (২০) আসামি করে মামলা দায়ের করেন। আদালতে মামলা দায়েরের পর শ্বশুরবাড়ির লোকজন বিভিন্নভাবে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।