সংবাদ শিরোনাম :
পুতিনের ‘সবচেয়ে’ সুন্দরী নিরাপত্তাকর্মী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৪৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০১৯ ১০৭ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক |
নাম তার আনা খ্রমসোভা। এক বাচ্চার মা। আছে আইন পেশার ডিগ্রি। কাজ করেন রাশিয়ান ন্যাশনাল গার্ডে। এপ্রিলের শেষ দিকে ন্যাশনাল গার্ড সুন্দরী প্রতিযোগিতায় সেরা হয়েছেন।
৩৪ হাজার সদস্যের এই ন্যাশনাল গার্ড প্রতিষ্ঠা করেন খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ৩১ বছর বয়সী খ্রমসোভা নিজ বিভাগের এক হাজার প্রতিযোগীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।
সুন্দরী এই কর্মকর্তা সৈনিক পরিবার থেকে এসেছেন। লিঙ্গ বৈষম্য দূরে ঠেলে তার মা-ও কাজ করেছেন রাশিয়ার নিরাপত্তা বিভাগে।
খ্রমসোভা জানান, প্রথমে তাকে নিয়ে অনেকেই হাসাহাসি করত। কিন্তু কোনও দিন তিনি সেসব পাত্তা দেননি।
তার কথায়, আমি নিজের স্টাইল রক্ষা করে যত্নসহকারে কাজটা করি।
মিলিটারি সুন্দরী প্রতিযোগিতার জন্য প্রতিযোগীরা নিজেদের বায়োডাটার সঙ্গে ‘সেরা’ ছবিগুলো জমা দেন। ভোট দেন ৫৭ হাজার রাশিয়ান।