মজিবুর, ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে নৌকার বিজয় নিশ্চিত করতে ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকাল ৪ টায় ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজিম উদ্দিনের সভাপতিত্বে ডৌহাখলা ইউপি চেয়ারম্যান শহিদুল হক সরকারের সঞ্চালনায় ডৌহাখলা ঝাউগাই সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ নাজিম উদ্দিন আহমেদ এমপি।
বর্ধিত সভায় গৌরীপুর ইউপি আওয়ামী লীগের সব ওয়ার্ডের নেতা-কর্মী ও সমর্থকরা স্বতস্ফুর্তভাবে উপস্থিত হয়ে নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় প্রধান অতিথি মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতার প্রতিক নৌকাকে বিজয়ী করতে হবে, অন্যথায় দেশ রাজাকারদের দখলে চলে যাবে। তাই এবারের সংগ্রাম হবে ব্যালটের। সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য নিলুফার ইয়াসমিন পপি।
উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সসম্পাদক, কৃষি বিদ ডক্টর সসামীউল আলম লিটন, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধু ভুষন দাস, উপজেলা আওয়ামী লীগের সাংঘঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংঘঠনিক সম্পাদক আব্দুল মোন্নাফ সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতা কর্মি বৃন্দ।