গৌরীপুরে নৌকার বিজয়ে ঐক্যবদ্ধ আঃ লীগ নেতারা
- আপডেট সময় : ০৯:০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮ ১৪৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে মহাজোট মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপিকে পুনরায় বিজয়ী করতে ঐক্যবদ্ধ গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকরা।
সোমবার (১০ ডিসেম্বর) বিকেলে গৌরীপুর পৌর শহরে উপজেলা আ.লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উদ্যোগে নৌকার পক্ষে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতা-কর্মীরা জানান, এ আসনে নৌকাকে বিজয়ী করতে নিজেদের মাঝে সকল ভেদা-ভেদ ভুলে একট্রা হয়ে মাঠে নেমেছেন দলের নেতা-কর্মীরা।
ইতোমধ্যে মাঠে নেমেছেন দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হওয়া গৌরীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. আবুল কালাম মুহম্মদ আজাদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ রহুল আমিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক আলী আহাম্মদ খান সেলভী, মহিলা বিষয়ক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি ও কেন্দ্রিয় যুবলীগের সদস্য আবু কাউছার চৌধুরী রন্টি।
মনোনয়ন বঞ্চিত অপর নেতৃবৃন্দরা মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। দলের নেতা-কর্মীদের চাঙ্গা করতে এ উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে প্রতিদিন চলছে বিশেষ কর্মীসভা।
এছাড়া আ.লীগের ইউনিয়ন কমিটি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ বর্ধিত সভা। এ আসনে নৌকা বিপুল ভোটে জয়যুক্ত হবে বলে জানান দলের স্থানীয় নেতা-কর্মীরা।