ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইবি উপাচার্যকে ১০লাখ ঘুষ প্রস্তাব এক তরুনীর! Logo মামলায় জর্জরিত কুলাউড়ার ছাত্রদল নেতা মিতুল পালিয়ে আছেন প্রবাসে Logo ২৫ মার্চ গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শাবি ছাত্রলীগের কার্যক্রম শুরু Logo থিয়েটার কুবির ইফতার মাহফিল Logo রাজধানীর শান্তিনগর বাজার নিয়ে শত কোটি টাকার লুটপাট Logo ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমানের মৃত্যুতে শাবি শিক্ষক সমিতির শোক Logo ঢাবি শিক্ষক ড. জিয়া রহমানের মৃত্যুতে শাবি উপাচার্যের শোক প্রকাশ Logo ময়মনসিংহ স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন সভাপতি সজীব, সম্পাদক আশিক Logo পুরান ঢাকায় জুতার কারখানার আগুন Logo রাশিয়ায় কনসার্ট হলে বন্দুক হামলার নিহত ৬০, দায় স্বীকার আইএসের




দেশি ফলে ভর্তি বাজার, দামে চড়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০১৯ ৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বাংলা পঞ্জিকা অনুসারে এখন চলছে মধুমাস জ্যৈষ্ঠ। আম, লিচু, আনারস, জামরুল, কলা, বাঙ্গি, তরমুজসহ রসালো দেশি ফলে বাজার ভরপুর। তবে নানা জাতের ফলে বাজার ভরতি থাকলেও, এগুলোর দাম বেশ চড়া।

শনিবার রাজধানীর পল্টন, সেগুনবাগিচা, যাত্রাবাড়ি, খিলগাঁও, মুগদাসহ বিভিন্ন এলাকা ঘুরে নানা রকম দেশি ফল বিক্রি করতে দেখা গেছে। ফুটপাত থেকে শুরু করে বড় বড় সুপারস্টোর সব জায়গায়ই এখন বৈচিত্র্যময় ফলে ভরা। আবার অনেকে ভ্যানে করেও ফল বিক্রি করছে।

দেশি ফলে বাজার ভরপুর হলেও দাম নিয়ে অস্বস্তিতে ক্রেতারা। এদিকে নতুন ফলের চাহিদা বেশি হওয়ায় দাম চড়া বলছেন বিক্রেতারা।

এসব বাজারে প্রতি কেজি আম বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকায়। জামের কেজি ৩০০ টাকা, পাকা পেপে ৮০ টাকা থেকে ১২০ টাকা, লিচু (বড় আকারের ) ৪০০ থেকে ৬০০ টাকা শ, ছোট লিচু ২০০ থেকে ৩০০ আনারস আকারভেদে ১০ থেকে ৬০ টাকা, জামরুল প্রতি কেজি ৫০ থেকে ৮০ টাকা, কলা ১২০ থেকে ১৫০ টাকা ডজন, বাঙ্গি ৩০ থেকে ৮০ টাকা, বড় বাঙ্গি ১০০ থেকে ২০০ টাকা, ছোট আকারের তরমুজ ১৫০ থেকে ২০০ টাকা।

তিন থেকে ৪ কেজি ওজনের তরমুজ ৪০০ থেকে ৬০০ টাকা। পেয়ারার কেজি ৮০ টাকা থেকে ১২০ টাকা। সবেদা বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে ১৪০ টাকা কেজি দরে, বেল প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা। এছাড়া কাঠাল বিক্রি হচ্ছে ৫০০ টাকা থেকে ৮০০ টাকায়। কাঁচা তাল ৩০ থেকে ৪০ টাকা (প্রতিটি শাঁস ১০ টাকা)।

যাত্রাবাড়ি এলাকায় ভ্যানে করে লিচু, জামরুল, আম, পেয়ারা বিক্রি করছেন আলম মিয়া। তিনি ১০০ লিচু ৪০০ টাকা, জামরুল প্রতি কেজি ৬০ টাকা, আম ২০০ টাকা ও পেয়ারা বিক্রি করছে ১০০ টাকা দরে বিক্রি করছেন।

দাম সম্পর্কে আলম মিয়া জানান, গত কয়েক সপ্তাহ ধরে আম, লিচু বাজারে উঠেছে। এখনও পুরোপুরি এসব ফল পাকা শুরু হয়নি। তাই পাইকারি বাজারে দাম বেশি।

তিনি বলেন, রমজান মাসে এমনিতেই মানুষ ফল বেশি কেনে। এর মধ্যে দেশি নতুন ফলের চাহিদা আরও বেশি। তাই দামও বেশি। জ্যৈষ্ঠ মাস শুরু হয়েছে। ১৫ থেকে ২০ দিন গেলেই দেশি ফল বাজারে পুরোপুরি নামবে। ফলে দামও কমে যাবে বলে জানান এই ফল ব্যবসায়ী।

রাজধানীর পুরানা পল্টন এলাকায় আজাদ প্রোডাক্টসের সামনে বিদেশি ফল বেশি বিক্রি করলেও, এখন দেশি ফলে ভরপুর। ফল বিক্রেতা বাবুল হোসেন বলেন, রমজানের শুরু থেকে ফলের বেচাকেনা বেড়েছে। এখন দেশি ফলের চাহিদা বেশি। এর মধ্যে আম ও লিচু বেশি বিক্রি হচ্ছে। প্রতি কেজি আম বিক্রি করছি ২৫০ থেকে ৩০০ টাকায়। আর লিচু বিক্রি করছি প্রতি শ ৫০০ টাকা।

ফলের দামি বেশির প্রসঙ্গে এ ফল ব্যবসায়ী বলেন, ভালো কিছু খেতে গেলে দাম বেশি হবেই। এছাড়া নতুন ফল, বাজারে চাহিদা বেশি। তাছাড়া আমাদের বেশি দামে কিনতে হয়েছে। সবমিলিয়ে দাম একটু বেশি রাখতে হচ্ছে। তবে গত এক সপ্তাহে দাম কমেছে। গত সপ্তাহে যে লিচু ৭০০ থেকে ৮০০ টাকা শ বিক্রি করেছি, আজকে তা ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজিতে আমের দামও ৫০ টাকা কমেছে। এখন যত দিন যাবে বাজারে দেশি ফল নামবে। ফলে দামও কমে যাবে বলে জানান তিনি।

পল্টনে ফল কিনতে আসা বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ হাকিম জানান, লিচুর দাম ৬০০ টাকা শ। আমের কেজি ৩০০ টাকা। বাজারে ফলের অভাব নেই। কিন্তু দামের করণে ফলে হাতই দেয়া যায় না। আমাদের মতো সীমিত আয়ের মানুষের জন্য এতো বেশি দামে ফল কিনে খাওয়া সম্ভব নয়। তাই ফলের দাম জিজ্ঞাসা করছি। দরদামে হলে কিনব, না হয় কিনব না। যখন দাম কমবে তখন কিনব।

মতিঝিলে ভ্যানে তিন ধরনের আনারস বিক্রি করছেন ব্যবসায়ী জব্বার। দাম জানতে চাইলে তিনি জানান, আনারস প্রতি পিস ১৫ টাকা, ২০ টাকা। বড় আনারসের দাম ৩০ টাকা। ক্রেতা চাইলে কেটেও দিচ্ছেন এ আনারস বিক্রিতা।

মুগদায় লিচু কিনতে আসা এক জানান, মৌসুমি ফল আজকে প্রথম কিনলাম। ১০০ লিচুর দাম ৩০০ টাকা নিলো। লিচুর আকার হিসাবে দাম তো বেশিই। বাচ্চারা লিচু পছন্দ করে তাই কিনলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




দেশি ফলে ভর্তি বাজার, দামে চড়া

আপডেট সময় : ০৯:২৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০১৯

নিজস্ব প্রতিবেদক

বাংলা পঞ্জিকা অনুসারে এখন চলছে মধুমাস জ্যৈষ্ঠ। আম, লিচু, আনারস, জামরুল, কলা, বাঙ্গি, তরমুজসহ রসালো দেশি ফলে বাজার ভরপুর। তবে নানা জাতের ফলে বাজার ভরতি থাকলেও, এগুলোর দাম বেশ চড়া।

শনিবার রাজধানীর পল্টন, সেগুনবাগিচা, যাত্রাবাড়ি, খিলগাঁও, মুগদাসহ বিভিন্ন এলাকা ঘুরে নানা রকম দেশি ফল বিক্রি করতে দেখা গেছে। ফুটপাত থেকে শুরু করে বড় বড় সুপারস্টোর সব জায়গায়ই এখন বৈচিত্র্যময় ফলে ভরা। আবার অনেকে ভ্যানে করেও ফল বিক্রি করছে।

দেশি ফলে বাজার ভরপুর হলেও দাম নিয়ে অস্বস্তিতে ক্রেতারা। এদিকে নতুন ফলের চাহিদা বেশি হওয়ায় দাম চড়া বলছেন বিক্রেতারা।

এসব বাজারে প্রতি কেজি আম বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকায়। জামের কেজি ৩০০ টাকা, পাকা পেপে ৮০ টাকা থেকে ১২০ টাকা, লিচু (বড় আকারের ) ৪০০ থেকে ৬০০ টাকা শ, ছোট লিচু ২০০ থেকে ৩০০ আনারস আকারভেদে ১০ থেকে ৬০ টাকা, জামরুল প্রতি কেজি ৫০ থেকে ৮০ টাকা, কলা ১২০ থেকে ১৫০ টাকা ডজন, বাঙ্গি ৩০ থেকে ৮০ টাকা, বড় বাঙ্গি ১০০ থেকে ২০০ টাকা, ছোট আকারের তরমুজ ১৫০ থেকে ২০০ টাকা।

তিন থেকে ৪ কেজি ওজনের তরমুজ ৪০০ থেকে ৬০০ টাকা। পেয়ারার কেজি ৮০ টাকা থেকে ১২০ টাকা। সবেদা বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে ১৪০ টাকা কেজি দরে, বেল প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা। এছাড়া কাঠাল বিক্রি হচ্ছে ৫০০ টাকা থেকে ৮০০ টাকায়। কাঁচা তাল ৩০ থেকে ৪০ টাকা (প্রতিটি শাঁস ১০ টাকা)।

যাত্রাবাড়ি এলাকায় ভ্যানে করে লিচু, জামরুল, আম, পেয়ারা বিক্রি করছেন আলম মিয়া। তিনি ১০০ লিচু ৪০০ টাকা, জামরুল প্রতি কেজি ৬০ টাকা, আম ২০০ টাকা ও পেয়ারা বিক্রি করছে ১০০ টাকা দরে বিক্রি করছেন।

দাম সম্পর্কে আলম মিয়া জানান, গত কয়েক সপ্তাহ ধরে আম, লিচু বাজারে উঠেছে। এখনও পুরোপুরি এসব ফল পাকা শুরু হয়নি। তাই পাইকারি বাজারে দাম বেশি।

তিনি বলেন, রমজান মাসে এমনিতেই মানুষ ফল বেশি কেনে। এর মধ্যে দেশি নতুন ফলের চাহিদা আরও বেশি। তাই দামও বেশি। জ্যৈষ্ঠ মাস শুরু হয়েছে। ১৫ থেকে ২০ দিন গেলেই দেশি ফল বাজারে পুরোপুরি নামবে। ফলে দামও কমে যাবে বলে জানান এই ফল ব্যবসায়ী।

রাজধানীর পুরানা পল্টন এলাকায় আজাদ প্রোডাক্টসের সামনে বিদেশি ফল বেশি বিক্রি করলেও, এখন দেশি ফলে ভরপুর। ফল বিক্রেতা বাবুল হোসেন বলেন, রমজানের শুরু থেকে ফলের বেচাকেনা বেড়েছে। এখন দেশি ফলের চাহিদা বেশি। এর মধ্যে আম ও লিচু বেশি বিক্রি হচ্ছে। প্রতি কেজি আম বিক্রি করছি ২৫০ থেকে ৩০০ টাকায়। আর লিচু বিক্রি করছি প্রতি শ ৫০০ টাকা।

ফলের দামি বেশির প্রসঙ্গে এ ফল ব্যবসায়ী বলেন, ভালো কিছু খেতে গেলে দাম বেশি হবেই। এছাড়া নতুন ফল, বাজারে চাহিদা বেশি। তাছাড়া আমাদের বেশি দামে কিনতে হয়েছে। সবমিলিয়ে দাম একটু বেশি রাখতে হচ্ছে। তবে গত এক সপ্তাহে দাম কমেছে। গত সপ্তাহে যে লিচু ৭০০ থেকে ৮০০ টাকা শ বিক্রি করেছি, আজকে তা ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজিতে আমের দামও ৫০ টাকা কমেছে। এখন যত দিন যাবে বাজারে দেশি ফল নামবে। ফলে দামও কমে যাবে বলে জানান তিনি।

পল্টনে ফল কিনতে আসা বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ হাকিম জানান, লিচুর দাম ৬০০ টাকা শ। আমের কেজি ৩০০ টাকা। বাজারে ফলের অভাব নেই। কিন্তু দামের করণে ফলে হাতই দেয়া যায় না। আমাদের মতো সীমিত আয়ের মানুষের জন্য এতো বেশি দামে ফল কিনে খাওয়া সম্ভব নয়। তাই ফলের দাম জিজ্ঞাসা করছি। দরদামে হলে কিনব, না হয় কিনব না। যখন দাম কমবে তখন কিনব।

মতিঝিলে ভ্যানে তিন ধরনের আনারস বিক্রি করছেন ব্যবসায়ী জব্বার। দাম জানতে চাইলে তিনি জানান, আনারস প্রতি পিস ১৫ টাকা, ২০ টাকা। বড় আনারসের দাম ৩০ টাকা। ক্রেতা চাইলে কেটেও দিচ্ছেন এ আনারস বিক্রিতা।

মুগদায় লিচু কিনতে আসা এক জানান, মৌসুমি ফল আজকে প্রথম কিনলাম। ১০০ লিচুর দাম ৩০০ টাকা নিলো। লিচুর আকার হিসাবে দাম তো বেশিই। বাচ্চারা লিচু পছন্দ করে তাই কিনলাম।