সংবাদ শিরোনাম :
“মানব মন না মানে”- রুখসার রহমান
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৪২:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯ ১৩৮ বার পড়া হয়েছে
—–রুখসার রহমান
এতো অল্প দিনের গল্প নিয়ে
এলাম পৃথিবীতে,
একের পর এক নিচ্ছে বিদায়
যাচ্ছে অতীতে।
কি অজব লীলা বিধি তোমার
বোঝা বড়ই দায়,
কেন তবে পাঠালে তুমি
এ আজব দুনিয়ায়?
প্রানের মায়ায় বাঁধতে বলো
আপন কিবা পর,
কত প্রিয় প্রান নিচ্ছো কেড়ে
সওয়া বড়ই কষ্টকর।
কত প্রিয়মুখ অচেনা হলো
খুঁজে পাই না আর,
হাজার মুখের ভীড়ে খুঁজি
সেই প্রিয় মুখ আমার।
তুমিই বলেছ বাসতে ভালো
তুমিই নিচ্ছো টেনে,
আজও বুঝিনা খেলছো কেন
এই ধরাতে আমায় এনে।
তোমারই প্রিয় প্রানগুলোকে
আজও ভালবেসে যাই,
বুকের ভিতর কেঁদে কেঁদে কয়
কখন যে কাকে হারাই।
যানিগো তুমি শ্রেষ্ঠ প্রেমিক
তোমারই সৃষ্ট প্রানে,
যখন যাকে খুশী করছো আপন
এ মানব মন না মানে।