ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
নিহত মাসুম মিয়া (২৪) উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুরাবাড়ি গ্রামের মামুন মিয়ার ছেলে।
জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আব্দুল করিম প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে বলেন, মাসুমের সঙ্গে একই গ্রামে ইয়াছিনের (১৮) বিরোধ ছিল। শনিবার সকালে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ইয়াছিন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে মাসুমের গলায় কোপ দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে তিনি বলেন, ঘটনার পর ইয়াছিন ও তার সহযোগীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।