আশরাফুলের রেকর্ড ভাঙলেন মোসাদ্দেক
- আপডেট সময় : ১০:৩৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯ ১৩৭ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক |
দুর্দান্ত এক ইনিংস খেলে জিতিয়েছেন দলকে। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মোসাদ্দেক হোসেন হয়েছেন ম্যাচসেরাও। তাতে বাংলাদেশ যেমন ইতিহাস লিখেছে, তেমনই এই ব্যাটার গড়েছেন দারুণ এক কীর্তি। মোহাম্মদ আশরাফুলের ১৪ বছরের পুরোনো রেকর্ড নিজের করে নিয়েছেন ছোটখাটো গড়নের মোসাদ্দেক।
শুক্রবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে বৃষ্টি আইনে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। দ্বিপাক্ষিক সিরিজের বাইরে কোনো আসরে এটিই বাংলাদেশের প্রথম শিরোপা।
২৪ ওভারে ২১০ রান তাড়া করতে নেমে সৌম্য সরকার জয়ের দারুণ ভিত গড়ে দেন। খেলেন ৪১ বলে ৬৬ রানের ইনিংস। তবে শেষের কাজটা করেছেন মোসাদ্দেক। ২০ বলে ফিফটি পূরণ করেছেন। ২৪ বলে ৫২ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। তার দাপুটে ইনিংসটিতে ছিল ৫টি ছক্কা ও ২টি চার।
এদিনের আগ পর্যন্ত ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে করা মোহাম্মদ আশরাফুলের ২১ বলের ফিফটি ছিল বাংলাদেশের ক্রিকেটে দ্রুততম। নটিংহামে ইংল্যান্ডের বিপক্ষে সেদিন ৯৪ রানের ইনিংস খেলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। এখন থেকে এই রেকর্ডে তার নামটি অবশ্য দ্বিতীয় স্থানেই থাকবে।