পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে ভারতীয় সেনা কর্মকর্তা

- আপডেট সময় : ০৪:১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০১৯ ১৫৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক |
পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইনটেলিজেন্স (আইএসআই)-এর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতে এক তরুণ সেনা কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন।
টাইমস অব ইন্ডিয়া জানায়, আইএসআই’র নারী এজেন্টদের ফাঁদে পা দেন ভারতীয় সেনাবাহিনীর ওই কর্মকর্তা।
বুধবার মধ্যপ্রদেশ থেকে ২৬ বছরের ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগ আনা হয়েছে। নিরাপত্তার কারণে তার পরিচয় গোপন করা হয়েছে।
ফেসবুকে একটি ভুয়া প্রোফাইলের মাধ্যমে আইএসআই’র এক নারী এজেন্টের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় এ তরুণ সেনার। সম্পর্কের দুর্বলতার সুযোগ নিয়ে ওই নারী তার থেকে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয়।
কিছুদিন ধরে তাকে নজরদারিতে রেখেছিল গোয়েন্দারা। তথ্য পাচারের জন্য ওই সেনা কর্মকর্তা অর্থও পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। এখন পর্যন্ত কী ধরনের তথ্য পাচার করেছেন তিনি সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।