ফাইনালে নেই সাকিব
- আপডেট সময় : ০৩:৫৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০১৯ ১৪৮ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক |
যা ধারণা করা হচ্ছিল তাই হলো। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেই বাংলাদেশ দলের অন্যতম সেরা পারফরর্মার সাকিব আল হাসান। তার জায়গায় একাদশে ঢুকেছেন মোহাম্মদ মিঠুন।
বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করার সময় পিঠের মাংশপেশীতে টান পেয়ে মাঠ ছাড়েন সাকিব। প্রথমে টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে বলা হয়েছিল সাকিবের চোট গুরুতর কিছু নয়। তবে ফাইনালের দেশসেরা এই অলরাউন্ডারের খেলা নিয়ে নিশ্চিত কিছু বলা হয়নি তখন।
শেষ পর্যন্ত ফাইনালে সাকিবকে না খেলানোরই সিদ্ধান্ত নিল টিম ম্যানেজম্যান্ট। সামনে বিশ্বকাপ বলে দেশসেরা এই অলরাউন্ডারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি তারা। তার জায়গায় দলে ঢুকেছেন মিঠুন।
এ নিয়ে টানা তৃতীয় ফাইনালে সাকিবকে ছাড়াই খেলতে হচ্ছে টাইগারদের। এর আগে গতবছর ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ এবং আবুধাবিতে এশিয়া কাপের ফাইনালেও ছিলেন না সাকিব।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক) ও মুস্তাফিজুর রহমান