রাজধানীর চন্দ্রিমা উদ্যান থেকে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার
- আপডেট সময় : ১০:৩১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯ ৮১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক;
রাজধানীর শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যান থেকে দেশীয় অস্ত্রসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে র্যাব। বুধবার রাতে র্যাব-২ এর একটি দল এ অভিযান চালায়।
গ্রেফতারকৃতরা হলো- মো. সোহেল (৪০), মো. সাগর(৩২), রাসেল (২৪), আনোয়ার হোসেন(৩০), মো. ফারুক (২০) এবং সবুজ (২২)। তাদের কাছ থেকে দুটি চাপাতি, চারটি চাকু, একটি স্লাইরেঞ্জ ও একটি স্ট্ক্রূ ড্রাইভার উদ্ধার করা হয়েছে।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ সাইফুল মালিক জানিয়েছেন, তাদের একটি দল গোপন খবরে জানতে পারেন, চন্দ্রিমা উদ্যানের বটগাছের নিচে একদল সশস্ত্র ডাকাত অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে ওই ৬জনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে র্যাবের এই কর্মকর্তা বলেন, এই চক্রটি বিভিন্ন বাসায় দরজা ভেঙে ও জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে ডাকাতি করে আসছিল। এছাড়া এরা অস্ত্র ঠেকিয়ে ছিনতাইও করে থাকে।