সংবাদ শিরোনাম :
টেলিভিশন বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:২৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯ ৮৬ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক;
টেলিভিশন বিস্ফারণে দগ্ধ হয়েছেন স্বামী-স্ত্রী। তাদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন মুক্তার হোসেন (৪০) ও তার স্ত্রী সালমা বেগম (৩০)। তাদের দুজনেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন জানান, পশ্চিম আগারগাঁওয়ের ১৪৭/১ নম্বর বাসার চারতলা ভবনের নিচতলায় একটি টেলিভিশন বিস্ফোরণ হয়। বিস্ফারণে দুইজন আহত হয়েছেন।
বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, দুইজন দগ্ধ রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের বার্ন শতভাগ।