স্ত্রীর পরকীয়া প্রেমিককে গাছে বেঁধে বেধড়ক মারপিট (ভিডিও)
- আপডেট সময় : ০৭:১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯ ৭২ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক;
বিবাহিত নারীকে নিয়ে পালিয়ে যাওয়ার অপরাধে পরকীয়া প্রেমিক যুবক ও তার দুই বোনকে গাছে বেঁধে কয়েক ঘণ্টা ধরে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ধার জেলার অর্জুন কলোনি এলাকায়। মারধরের শিকারদের মধ্যে একজন শিশুও রয়েছে।
নারীকে নিয়ে পালিয়ে যেতে ভাইকে সহায়তা করার কারণে ওই শিশু ও তার দুই বোনকে মারধর করা হয়। মাধররের এ ঘটনা দাঁড়িয়ে দেখেছেন শত শত মানুষ; কিন্তু কেউই তাদের সহায়তায় এগিয়ে আসেননি।
স্থানীয় পুলিশ বলছে, গত মঙ্গলবার ওই যুবকের সঙ্গে পালিয়ে যান অর্জুন কলোনির এক নারী। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। স্ত্রীর খোঁজ পেতে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেন ওই নারীর স্বামী। পরে ফোনে যোগাযোগ করে তাকে ঘরে ফিরে আসার অনুরোধ জানান তিনি। তারা ফিরে আসার পর, প্রেমিক যুবক ও তার দুই বোনের ওপর হামলা চালান ওই নারীর স্বামী।
গ্রামবাসীদের সঙ্গে নিয়ে তিনজনকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। পালাতে সাহায্য করার অপরাধে বেধড়ক মারপিট করা হয় যুবকের দুই বোনকেও। গাছে বেঁধে চলে তাদের ওপর নির্মম নির্যাতন।
তাদেরকে মারধরের দৃশ্য দাঁড়িয়ে দেখেন শত শত মানুষ। অনেকেই মোবাইল ফোনে ছবি এবং ভিডিও ধারণ করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়েন এক ব্যক্তি। পরে মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে।
ভিডিও ভাইরাল হওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। ভিডিও ৯ জনকে শনাক্তের পর তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ইতোমধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
ভিডিওটি দেখতে ক্লিক করুন এই লিঙ্কে : timesofindia.indiatimes.com