অনলাইন ডেস্ক |
তৃতীয় ওয়ানডে সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে নিছক আনুষ্ঠানিকতায় পরিণত হওয়ার ম্যাচে টসে হেরে প্রথমে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। ডাবলিনের ক্যাসল অ্যাভিনিউতে মুখোমুখি হয়েছে দল দুটি। এর আগে তাদের মধ্যকার প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি খেলতে না পারলেও সিরিজের অপর দল ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচে রীতিমত দাপট দেখিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৮ উইকেটে জয়ের পর পরের ম্যাচে ৫ উইকেটের জয় পায় তারা।
সিরিজে এখন পর্যন্ত তিন ম্যাচে দুই জয় ও বোনাস পয়েন্টসহ ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে উইন্ডিজ।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক) , মাহমুদউল্লাহ, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), সাব্বির রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী, মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, জেমন ম্যাককালাম, অ্যান্ডি বালবিরনি, উইলিয়ামস পোর্টারফিল্ড (অধিনায়ক), কেভিন ও’ব্রায়েন, মার্ক অ্যাডাইর, গ্যারি উইলসন (উইকেটরক্ষক), জর্জ ডকরেল, বয়েড র্যানকিন, ব্যারি ম্যাকার্থি, জস লিটল