ডাক্তাররা ছাড়পত্র দিলেই কেরানীগঞ্জ কারাগারে খালেদা

- আপডেট সময় : ০৪:০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০১৯ ১৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক |
চিকিৎসকরা ছাড়পত্র দিলেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেরানীগঞ্জে নতুন কেন্দ্রীয় কারাগারে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা জানান।
দুর্নীতির দুই মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন এখন চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে রয়েছেন।
গত বছর ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কের পুরোনো কারাগারে বন্দী থাকার পর গত ১ এপ্রিল চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়।
রমজান মাসে খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি যতটুকু জানি, উনি রোজা রাখছেন। ব্লাড প্রেশার, ডায়াবেটিসের ওষুধ নিচ্ছেন, ইনসুলিন নিচ্ছেন।”
তিনি বলেন, “এখন উনার (খালেদা জিয়ার) শরীর মোটামুটি ভালো আছে- আমরা যেটুকু খবর পেয়েছি। উনি আগের চেয়ে অনেক সুস্থ।”