সংবাদ শিরোনাম :
ফেসবুক প্রেমিক খুঁজতে এসে পুলিশ হেফাজতে কলেজছাত্রী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৪৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০১৯ ৮৯ বার পড়া হয়েছে
পটুয়াখালী প্রতিনিধি |
ফেসবুকের মাধ্যমে পরিচয়। পরিচয় থেকে প্রেম। এরপরে প্রেমিককে খুঁজতে টাঙ্গাইলের কলেজছাত্রী মারিয়া আক্তার মুন্নি এখন পটুয়াখালীর কলাপাড়া থানা হেফাজতে।
সোমবার রাতে উপজেলার পাখিমারা এলাকা থেকে এ তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।
মারিয়া আক্তার মুন্নির বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার পাইকাল গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রেমিকের খোঁজে সোমবার পটুয়াখালীর কলাপাড়ায় আসেন মুন্নি। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা এলাকায় এসে ফেসবুকে প্রেমিক সজিবকে খুঁজতে থাকেন। কিন্তু সজিবকে খুঁজে পেলেও তিনি গা-ঢাকা দেন।
ফেসবুক প্রেমিক সজিব উপজেলার মহিপুরের সিরাজের ছেলে। সজিব বিবাহিত, তার সন্তান রয়েছে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, মুন্নির অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে।