নড়াইল প্রতিনিধিঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নড়াইল-২ (সদর ও লোহাগড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়ছেন জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যেখানে মাশরাফির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন অন্তত সাতজন। মহাজোট বাইরে গিয়ে আসনটিতে ইতোমধ্যে নিজেদের পৃথক প্রার্থী দিয়েছে অন্যতম শরিক দল জাতীয় পার্টি।
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রবিবার (৯ ডিসেম্বর) মাশরাফির আসন থেকে পাঁচজন তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তবে এবারের নির্বাচনে নড়াইলের দুটি আসনে মহাজোটের বাইরে থেকে পৃথক প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। এই দুটি আসন থেকে মোট ১২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে নড়াইল-১ থেকে পাঁচজন এবং নড়াইল-২ আসনে আছেন সাতজন প্রার্থী।
জেলা নির্বাচন কর্মকর্তা রাজু আহম্মেদ বলেন, 'মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রবিবার নড়াইল-২ আসনে ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। তাছাড়া দুটি আসন থেকে আওয়ামী লীগ এবং বিএনপির চার প্রার্থী বাদ পড়েছেন।'
এদিকে নির্বাচনে নড়াইল-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মর্তুজা, ২০ দলীয় জোটের প্রার্থী এনপিপির চেয়ারম্যান এ জেড এম ড. ফরিদুজাজামান, জাতীয় পার্টির প্রার্থী ফায়েকুজ্জামান ফিরোজ, এনপিপির মনিরুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাহাবুবুর রহমান, ইসলামী আন্দোলনের এসএম নাছির উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী ফকির শওকত আলী।
অপরদিকে নড়াইল-১ আসনে নির্বাচন করছেন মহাজোট সমর্থিত প্রার্থী বর্তমান এমপি কবিরুল হক মুক্তি, বিএনপির প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টির প্রার্থী মো. মিল্টন মোল্যা, এনপিপির প্রার্থী মো. মুনসুরুল হক এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মো. খবির উদ্দিন।
জেলা জাতীয় পার্টির সভাপতি ফায়েকুজ্জামান ফিরোজ গণমাধ্যমকে বলেন, 'জোটের সিদ্ধান্ত অনুযায়ী দুটি আসন থেকেই নির্বাচন করছেন আমাদের প্রার্থীরা। মহাজোটের প্রার্থীর বাইরে গিয়ে লড়ব আমরা।'