ঘুষ খাই না, কাউকে খেতে দেব না
- আপডেট সময় : ১১:১১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০১৯ ৭৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক;
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘আমি ঘুষ খাই না, কমিশন নিই না। কাউকে ঘুষ খেতে দেব না, কমিশন খেতে দেব না। সিন্ডিকেটের ব্যূহ আমি ভেদ করবই, এটা আমার আত্মবিশ্বাস। রাজউকের সব দুর্নীতিবাজকে সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে। দুর্নীতিবাজদের তালিকা আমার কাছে রয়েছে। এদের বিরুদ্ধে ক্রমান্বয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ গতকাল রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সেবা সহজীকরণ বিষয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। এ সময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আখতার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ ম রেজাউল করিম বলেন, ‘সিন্ডিকেটের ব্যূহ ভেদ করতে না পারলে আমি হারিয়ে যাব অথবা যাদের বিরুদ্ধে অভিযোগ, যাদের কারণে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে তারা হারিয়ে যাবে। সিন্ডিকেটের ব্যবসা কেউ করতে চাইলে তাকে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে। সরকারের চেয়ে শক্তিশালী কেউ নেই।’