ওয়ানডেতে ওপেনিংয়ে বিশ্বসেরা তামিম
- আপডেট সময় : ১১:২৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯ ১৩৬ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক;
বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১৮দিন বাকি। তার আগে বিশ্বকাপে অংশ নেয়া দলগুলো নিয়ে মন্তব্য করছেন কিংবদন্তি ক্রিকেটাররা। বসে নেই বিশ্বকাপের আয়োজকরাও। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের আয়োজকরা তারকা ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরম্যান্সসহ বিভিন্ন দলের ইতিহাস ঐতিহ্য নিয়ে খুঁটিনাটি তথ্য দিচ্ছে।
শনিবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয় সবশেষ দুই বছর ওয়ানডে ক্রিকেটে ওপেনিংয়ে সেরা ব্যাটসম্যানদের এভারেজ নিয়ে।
আর সেই তালিকায় বিশ্বসেরাদের কাতারে চলে এসেছেন বাংলাদেশ সেরা ওপেনার তামিম ইকবাল।
সবশেষ দুই বছরে ওয়ানডে ক্রিকেটে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে ২৩ ম্যাচে ৭৩.৮৮ গড়ে ৭৯.৪৯ স্টাইক রেটে ১৩৩০ রান করেন তামিম ইকবাল।
তার ঠিক পরেই আছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস খেলার পাশাপাশি তিনটি ডাবল সেঞ্চুরির ইতিহাস গড়া রোহিত ৪৩ ম্যাচে ৭১.৬৫ গড়ে ২৫০৮ রান করেন।
এই তালিকায় শীর্ষ তিনে আছেন পাকিস্তানের ওপেনার ইমাম-উল হক। তিনি সবশেষ ১৭ ম্যাচে ৬৪.৬৪ গড়ে ৯০৫ রান করেন। তার সতীর্থ ফখর জামান সংগ্রহ করেন ২৭ ম্যাচে ৫৬. ৫২ গড়ে ১৩০০ রান সংগ্রহ করেন।