সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে প্রবাসী নিহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৫৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮ ২৫০ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোমবার (১০ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কুমারভোগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৪ জন।
নিহত ও আহতসহ ৫ জনই প্রাইভেট কারের যাত্রী ছিল বলে জানা যায়।
শ্রীনগর ফায়ার সার্ভিস ইউনিটের কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, কুমারভোগ এলাকায় মাওয়াগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মো. ফোয়াত (৫০) নামে একজন মারা যান। এ দুর্ঘটনায় আহত হন দুই নারীসহ ৪ জন হলেন, সামিউল (৪৫) খাদিজা (৩৮) মো. রাসেল (৪০) নাইমা (৪২)।
লৌহজং থানার ওসি মো. মনির হেসেন জানান, নিহত মো. ফোয়াত ঢাকা জেলার জিকাতলা,বাসিন্দা। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।














