অনলাইন ডেস্ক;
শরীর ঠিক রাখতে চান। তাহলে খেয়ে নিন পান্তা ভাত। বাঙালির বহু পছন্দের খাবারের মধ্যে পান্তা অন্যতম। তাপমাত্রা যেখানে ৪০ ছুঁই ছুঁই তখন শরীর ঠাণ্ডা রাখতে পান্তা ভাতের থেকে ভালো কিছু হতে পারে না। তাই গরমে গরম ভাত না খেয়ে শরীর সুস্থ রাখতে অব্যর্থ পান্তা ভাত।
পান্তা ভাত গরমে কতটা উপকারী ? আজকের এই প্রতিবেদনে সেটাই তুলে ধরা হলো-
১. পান্তা ভাত খেলে শরীর হালকা থাকে এবং কাজে বেশি শক্তি পাওয়া যায়।
২. রক্তচাপ স্বাভাবিক থাকে।
৩. পেটের ব্যথা ভালো হয় এবং শরীরে তাপের ভারসাম্য বজায় রাখে।
৪. কোষ্ঠবদ্ধতা দূর হয় এবং শরীর সতেজ থাকে।
৫. মানব দেহের জন্য উপকারি বহু ব্যাকটেরিয়া পান্তা ভাতের মধ্যে বেড়ে যায়।
৬. শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
৭. সব রকম আলসার দূরীভূত হয়।