সংবাদ শিরোনাম :
বিয়ের দিনে একই পরিবারের ১৪ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৫০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯ ৭৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক |
বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভারতে ১৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে নিহতরা সবাই একই পরিবারের সদস্য।
শনিবার বিয়েবাড়ি থেকে তারা যে গাড়িতে ফিরছিলেন, সেটি দুর্ঘটনার কবলে পড়ে। তার জেরেই একসঙ্গে এতজনের প্রাণহানি। হাসপাতালে আরও বেশ কয়েক জন ভর্তি রয়েছেন।
ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের কুরনুল জেলায়।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, একটি বাস হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। এক বাইক চালককে বাঁচাতে গিয়ে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এসইউভিতে ধাক্কা মারে।
ঘটনাস্থলে মারা যান দশজন। বাকি চারজনের মৃত্যু হয় হাসপাতালে।
পুলিশের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, গাড়িটির গতি অনেক বেশি ছিল, যার কারণে চালক নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হন।
অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।