সংবাদ শিরোনাম :
‘ভুল ঠিকানা’– রুখসার রহমান
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯ ১৭৬ বার পড়া হয়েছে
তোমার চোখে বলছো “তুমি”
আমার চোখ তা বলে না,
আমার মনে আমার চলন
কারো কথায় টলেনা।
তোমার সপ্নে তুমি বিভোর
মনের কোনে এসোনা,
একলা মনের চমক নিয়ে
ভুলের খেয়ায় ভেসো না।
মনটা আমার দখলে তার
কারো কথায় গলে না,
মনের কাছে প্রশ্ন আমার
কেন তোমার কথা বলে না?
তোমার দামী মনটা নিয়ে
ভূল ঠিকানায় বেঁধো না,
রং করা মন সঙ্গী করে
একটা সময় কেঁদোনা।
কোথায় যেন দূর খুঁজে পাও?
তোমার মনের মত চলে না,
তার চোখেতে দেখছো তোমায়
তোমার চোখ তা বলেনা।
তোমার আমার যাত্রা শুভ
শুধু ঠিকানাটাই ভুল,
তোমার পথে তুমি যে ঠিক ।