ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সুনামগঞ্জে প্রবাসী সাংবাদিকের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের হামলা Logo নিজেই মাদকাসক্ত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা; মাসে মাসোহারা আদায় ৭লাখ! Logo দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারী মাস্টারমাইন্ড সেচ্ছাসেবকলীগ নেত্রী ফাতেমা আক্তার শাপলা Logo ‘শেখ হাসিনা ও জিয়াউলের বিরুদ্ধে ২০০ গুমের প্রমাণ মিলেছে’ Logo দুর্নীতির ছায়ায় রাজউক ইমারত পরিদর্শক মনিরুজ্জামান! Logo নিয়মিত চুমু খেলে মিলবে যে শারীরিক উপকার Logo প্রধান উপদেষ্টা কাতার যাচ্ছেন আজ, সফরসঙ্গী যারা Logo জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র হলেন মুহাম্মদ আবু আবিদ Logo প্রধান উপদেষ্টার দেয়া নির্বাচনী সময়ে সন্তুষ্ট নয় বিএনপি Logo ডেসটিনি প্রতারক রফিকুল আমিনের নতুন রাজনৈতিক দল গঠন




৮১ বছর বয়সে মায়ের দেখা পেলেন মেয়ে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯ ১৪২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক;
মানুষের পৃথিবীতে আগমন ঘটে মায়ের মাধ্যমে। কিন্তু আয়ারল্যান্ডের এক নারী ৮১ বছর বয়সে প্রথমবারের মতো তার মায়ের দেখা পেয়েছেন। প্রথমবার মাকে দেখার পর এইলিন ম্যাককেন নামের ওই নারী জানিয়েছেন, এতটা খুশি তিনি জীবনে আর কখনও হননি।

শুক্রবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এইলিন ম্যাককেনের মায়ের বয়স এখন ১০৩ বছর। তিনি থাকেন স্কটল্যান্ডে। আয়ারল্যান্ডের ডাবলিনের একটি এতিমখানায় বড় হওয়া এইলিনের বয়স যখন ১৯ তখন থেকেই মাকে খুঁজে বেড়াচ্ছিলেন তিনি।

গত বছর আইরিশ রেডিও চ্যানেল আরটিই’র লাইভলাইন নামের একটি অনুষ্ঠানের মাকে খুঁজে পাওয়ার আরজি জানান ম্যাককেইন। প্রায় ৬০ বছর ধরে সন্ধান চালিয়েও মাকে খুঁজে না পাওয়া এইলিন এ বছরের শুরুতে এক চিকিৎসক জানান, এইলিনের মাকে তিনি স্কটল্যান্ডে দেখেছেন।

মায়ের খোঁজ পেয়ে গত মাসেই স্কটল্যান্ডে ছুটে যান এইলিন। শেষ পর্যন্ত মা-মেয়ের দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। জন্মের পর প্রথমবারের মতো মায়ের দেখা পেয়েছেন তিনি। শনিবার তার মা এলিজাবেথের ১০৪তম জন্মদিন।

এইলিন ম্যাককেন জানালেন, স্কটল্যান্ডে গিয়ে তিনি যখন প্রথম তার মা এলিজাবেথকে দেখেন, তখন তার মা খবরের কাগজ পড়ছিলেন। মাকে এমনভাবে দেখার পর মুহূর্তেই কেমন জানি বোধ করতে থাকেন।

এইলিনের ভাষায়, ‘আমি তাকে বলি যে আমি আয়ারল্যান্ড থেকে এসেছি। তখন মা আমাকে বলেন, ‘‘আমার জন্ম হয়েছিল আয়ারল্যান্ডে।’’ তখন আমি তাকে বলি, ‘তুমি কি জান আমি তোমার মেয়ে?’ একথা শুনে মা পত্রিকা রেখে আমার হাত দুটো ধরে এবং আমার দিকে তাকিয়ে থাকে।’

যে অনুষ্ঠানের মাধ্যমে মায়ের খোঁজ পেয়েছেন, সেই লাইভলাইনে নিজের অনুভূতি সবার সঙ্গে ভাগ করে নিয়ে বলেন, ‘প্রথম যখন আমার মায়ের খোঁজ পেলাম, তখন থেকেই আমি তাঁর দেখা পাওয়ার জন্য মুখিয়ে ছিলাম। আমার দেখা সবচেয়ে সুন্দর নারী আমার মা। আমাকে তিনি আপন করে নিয়েছেন। তার সঙ্গে আমার অনেক কথা হয়েছে।’

তিন সন্তানের জননী এইলিন জানান, নিজের মাকে খুঁজে পাওয়ার পাশাপাশি তিনি জানতে পেরেছেন তার দু’জন সৎ ভাইও আছে। এইলিন বলেন, ‘আপনি ধারণাও করতে পারবেন না যে আমার জীবন কতটা বদলে গেছে। আমি এখন অনেক অনেক খুশি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




৮১ বছর বয়সে মায়ের দেখা পেলেন মেয়ে

আপডেট সময় : ১০:৪০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক;
মানুষের পৃথিবীতে আগমন ঘটে মায়ের মাধ্যমে। কিন্তু আয়ারল্যান্ডের এক নারী ৮১ বছর বয়সে প্রথমবারের মতো তার মায়ের দেখা পেয়েছেন। প্রথমবার মাকে দেখার পর এইলিন ম্যাককেন নামের ওই নারী জানিয়েছেন, এতটা খুশি তিনি জীবনে আর কখনও হননি।

শুক্রবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এইলিন ম্যাককেনের মায়ের বয়স এখন ১০৩ বছর। তিনি থাকেন স্কটল্যান্ডে। আয়ারল্যান্ডের ডাবলিনের একটি এতিমখানায় বড় হওয়া এইলিনের বয়স যখন ১৯ তখন থেকেই মাকে খুঁজে বেড়াচ্ছিলেন তিনি।

গত বছর আইরিশ রেডিও চ্যানেল আরটিই’র লাইভলাইন নামের একটি অনুষ্ঠানের মাকে খুঁজে পাওয়ার আরজি জানান ম্যাককেইন। প্রায় ৬০ বছর ধরে সন্ধান চালিয়েও মাকে খুঁজে না পাওয়া এইলিন এ বছরের শুরুতে এক চিকিৎসক জানান, এইলিনের মাকে তিনি স্কটল্যান্ডে দেখেছেন।

মায়ের খোঁজ পেয়ে গত মাসেই স্কটল্যান্ডে ছুটে যান এইলিন। শেষ পর্যন্ত মা-মেয়ের দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। জন্মের পর প্রথমবারের মতো মায়ের দেখা পেয়েছেন তিনি। শনিবার তার মা এলিজাবেথের ১০৪তম জন্মদিন।

এইলিন ম্যাককেন জানালেন, স্কটল্যান্ডে গিয়ে তিনি যখন প্রথম তার মা এলিজাবেথকে দেখেন, তখন তার মা খবরের কাগজ পড়ছিলেন। মাকে এমনভাবে দেখার পর মুহূর্তেই কেমন জানি বোধ করতে থাকেন।

এইলিনের ভাষায়, ‘আমি তাকে বলি যে আমি আয়ারল্যান্ড থেকে এসেছি। তখন মা আমাকে বলেন, ‘‘আমার জন্ম হয়েছিল আয়ারল্যান্ডে।’’ তখন আমি তাকে বলি, ‘তুমি কি জান আমি তোমার মেয়ে?’ একথা শুনে মা পত্রিকা রেখে আমার হাত দুটো ধরে এবং আমার দিকে তাকিয়ে থাকে।’

যে অনুষ্ঠানের মাধ্যমে মায়ের খোঁজ পেয়েছেন, সেই লাইভলাইনে নিজের অনুভূতি সবার সঙ্গে ভাগ করে নিয়ে বলেন, ‘প্রথম যখন আমার মায়ের খোঁজ পেলাম, তখন থেকেই আমি তাঁর দেখা পাওয়ার জন্য মুখিয়ে ছিলাম। আমার দেখা সবচেয়ে সুন্দর নারী আমার মা। আমাকে তিনি আপন করে নিয়েছেন। তার সঙ্গে আমার অনেক কথা হয়েছে।’

তিন সন্তানের জননী এইলিন জানান, নিজের মাকে খুঁজে পাওয়ার পাশাপাশি তিনি জানতে পেরেছেন তার দু’জন সৎ ভাইও আছে। এইলিন বলেন, ‘আপনি ধারণাও করতে পারবেন না যে আমার জীবন কতটা বদলে গেছে। আমি এখন অনেক অনেক খুশি।’