সংবাদ শিরোনাম :
হিলি সীমান্তে নিষিদ্ধ ওষুধ জব্দ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:২২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০১৯ ১০১ বার পড়া হয়েছে
সকালের সংবাদ;
হিলি সীমান্তে অভিযান চালিয়ে ফেন্সিডিল ও নিষিদ্ধ ওষুধসহ বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে সীমান্তের ঘাসুড়িয়া ও সাতকুড়ি এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, ভারত থেকে চোরাই পথে সীমান্ত দিয়ে ভারতীয় পণ্য ও মাদক আসছে এমন খবরে সেখানে অভিযানে যায় তারা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েক বস্তা মালামাল ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা।
পরে বস্তা থেকে সহস্রধিক বোতল ফেন্সিডিল, ভারতীয় অর্ধশতাধিক শাড়ি ও বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের বাজার মূল্য ৯৩ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।