ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ




পুলিশের এসআইকে পেটালেন বাবা-ছেলে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯ ৯১ বার পড়া হয়েছে

অভিযুক্ত ইকবাল হোসেন সরকার

উপজেলা প্রতিনিধি শ্রীপুর (গাজীপুর)
গাজীপুরের শ্রীপুর পৌর মধ্যবাজার এলাকায় সড়ক থেকে পিকআপ সরাতে বলায় শ্রীপুর থানার উপ-পরিদর্শক আহসানুজ্জামানকে পিটিয়েছে বাবা ও দুই ছেলে। এ ঘটনায় তাদের আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।

আটককৃতরা হলেন- শ্রীপুর পৌর এলাকার লোহাগাছ গ্রামের মৃত রহমত উল্লাহর ছেলে ইকবাল হোসেন সরকার (৪৮), ইকবাল হোসেন সরকারের ছেলে তুষার হোসেন সরকার (৩০) ও মাকসুদুল হাসান (১৬)। তাদের বিরুদ্ধে শ্রীপুর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আহসানুজ্জামান জানান, বৃহস্পতিবার ইফতারের পূর্বমুহূর্তে শ্রীপুর মধ্যবাজার সড়কে এক পিকআপ চালককে মারধর করেছিল অভিযুক্তরা। সড়কে পিকআপ থাকায় দীর্ঘ যানজট তৈরি হওয়াতে ইফতার পূর্বমুহূর্তে মুসল্লিদের সমস্যা তৈরি হচ্ছিল।

পরে তিনি ঘটনাস্থলে গিয়ে মারধরের কারণ জানতে চান এবং সড়ক থেকে পিকআপ গাড়িটি সরিয়ে নেয়ার অনুরোধ করেন। এ সময় বাবা-ছেলে তার ওপর ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে আসলে তারা চলে যায়।

তবে অভিযুক্ত তুষার সরকার জানান, পুলিশ সাধারণ পোশাকে ছিল। আমরা বুঝতে পারিনি। তবে তিনি ঘটনাস্থলে এসে আমার বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় তা প্রতিহত করতে গিয়ে সামান্য হাতাহাতি হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম ঘটনায় সত্যতা স্বীকার করে জানান, অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনায় পর অভিযান চালিয়ে তাদের তিনজনকে আটক করা হয়েছে। বাবা-ছেলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




পুলিশের এসআইকে পেটালেন বাবা-ছেলে

আপডেট সময় : ১১:০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯

অভিযুক্ত ইকবাল হোসেন সরকার

উপজেলা প্রতিনিধি শ্রীপুর (গাজীপুর)
গাজীপুরের শ্রীপুর পৌর মধ্যবাজার এলাকায় সড়ক থেকে পিকআপ সরাতে বলায় শ্রীপুর থানার উপ-পরিদর্শক আহসানুজ্জামানকে পিটিয়েছে বাবা ও দুই ছেলে। এ ঘটনায় তাদের আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।

আটককৃতরা হলেন- শ্রীপুর পৌর এলাকার লোহাগাছ গ্রামের মৃত রহমত উল্লাহর ছেলে ইকবাল হোসেন সরকার (৪৮), ইকবাল হোসেন সরকারের ছেলে তুষার হোসেন সরকার (৩০) ও মাকসুদুল হাসান (১৬)। তাদের বিরুদ্ধে শ্রীপুর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আহসানুজ্জামান জানান, বৃহস্পতিবার ইফতারের পূর্বমুহূর্তে শ্রীপুর মধ্যবাজার সড়কে এক পিকআপ চালককে মারধর করেছিল অভিযুক্তরা। সড়কে পিকআপ থাকায় দীর্ঘ যানজট তৈরি হওয়াতে ইফতার পূর্বমুহূর্তে মুসল্লিদের সমস্যা তৈরি হচ্ছিল।

পরে তিনি ঘটনাস্থলে গিয়ে মারধরের কারণ জানতে চান এবং সড়ক থেকে পিকআপ গাড়িটি সরিয়ে নেয়ার অনুরোধ করেন। এ সময় বাবা-ছেলে তার ওপর ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে আসলে তারা চলে যায়।

তবে অভিযুক্ত তুষার সরকার জানান, পুলিশ সাধারণ পোশাকে ছিল। আমরা বুঝতে পারিনি। তবে তিনি ঘটনাস্থলে এসে আমার বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় তা প্রতিহত করতে গিয়ে সামান্য হাতাহাতি হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম ঘটনায় সত্যতা স্বীকার করে জানান, অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনায় পর অভিযান চালিয়ে তাদের তিনজনকে আটক করা হয়েছে। বাবা-ছেলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।