টয়লেটে মিলল প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ
- আপডেট সময় : ১১:১৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮ ১৩৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহঃ ময়মনসিংহের ভালুকায় এক প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জামিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম সাথী আক্তার(২২)।
স্থানীয়রা জানায়, ভালুকার জামিরদিয়া গ্রামের দক্ষিণ পাড়া এলাকায় তোতা মিয়ার মেয়ে সাথী আক্তারের সাথে গত প্রায় ছয় বছর আগে পাশ্ববর্তী শ্রীপুর উপজেলার সিমলাপাড়া গ্রামের সবুর মিয়ার ছেলে সৌদি প্রবাসী সোহেলের বিয়ে হয়।
গত তিনদিন আগে বাবার বাড়িতে বেড়াতে আসেন সাথী। রবিবার সন্ধ্যার পর বাড়ির টয়লেটে তার গলাকাটা নিথর দেহ পড়ে থাকতে দেখে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়। পরে ভালুকা মডেল থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।
হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু বলেন, ‘খবর পেয়ে পুলিশসহ আমি ঘটনাস্থলে উপস্থিত হই। তখন টয়লেটের ভেতর থেকে দরজা বন্ধ ছিল।
ভালুকা মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের পর মূল ঘটনা জানা যাবে।