শিবগঞ্জে মধ্যযুগীয় কায়দায় গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

- আপডেট সময় : ১০:২০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯ ১০৯ বার পড়া হয়েছে

অনলাইন সংস্করণ;
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মধ্যযুগীয় কায়দায় নির্যাতনে আহত আলম ঘোষ। ছবি: যুগান্তর
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুরে পূর্ব শত্রুতার জেরে মধ্যযুগীয় কায়দায় আলম ঘোষ নামে এক ব্যক্তিকে আমগাছে উল্টো দিকে বেঁধে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত আলম ঘোষ উপজেলার মোবারকপুর ইউনিয়নের লক্ষ্মীপুরের আতাউর রহমান খোকার ছেলে।
মঙ্গলবার দুপুরে নির্যাতনের শিকার আলম ঘোষের বাবা বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় একটি এজাহার দাখিল করেছেন।
এজাহার সূত্রে জানা গেছে, সোমবার সকালে আলম ঘোষ একই এলাকার সাজেমানের বাড়িতে গাভী দোহন করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে একদল দুর্বৃত্ত তাকে আধা কিলোমিটার দূরে আমবাগানে নিয়ে যায়।
এর পর হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় আমগাছের ডালে ঝুলিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা অমানসিক কর্মকাণ্ড দেখে আলম ঘোষকে আমগাছের ডাল থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডের ৩৪নং বেডে চিকিৎসাধীন।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, এ ঘটনায় থানায় লিখিত এজাহার দেয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।