সকালের সংবাদ ডেস্কঃ
সমাজে পিছেয়ে পড়া মানুষের পাশে দাঁড়াবার প্রত্যয় নিয়ে ঢাকায় “মানুষের জন্য মানুষ” সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
মানব সেবার উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে স্বেচ্ছাসেবামূলক এ সামাজিক সংগঠন।
গণমাধ্যমকর্মী হাফিজুর রহমান শফিক সভাপতি ও তারিফুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সমাজে পিছেয়ে পড়া দুঃস্থ মানুষের সেবা, সামাজিক কার্যক্রম, বৃক্ষরোপণ, স্কুল ও কলেজ পড়ুয়া অসচ্ছল ছাত্র-ছাত্রীদের সহযোগিতা প্রদানই এ সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
সমাজ উন্নয়নে কাজ করায় আগ্রহী সকলকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার আশা ব্যাক্ত করেছেন নতুন কমিটির সভাপতি।